মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ফেসবুকে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা ॥ যুবক গ্রেপ্তার নবীগঞ্জে পশু কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বিনামূল্যে আড়াই কোটি টাকার সার-বীজ বিনামূল্যে বিতরণ নবীগঞ্জের কায়স্থ গ্রামে রাস্তা দখলের চেষ্টার অভিযোগ নবীগঞ্জে ঝন্টু রায়ের পিতার পরলোকগমন ॥ শ্রাদ্ধকার্য সম্পন্ন রোটারী ক্লাব ও ফারিয়ার শোক ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকীকে ইসলামী ফ্রন্ট এর পূর্ণ সমর্থন প্রদান ইকরাম জগন্নাত জিউর আখড়ার নতুন পরিচালনা কমিটি গঠন বানিয়াচংয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে নির্বাচন কমিশন হবিগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ গঠিত

হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩১৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ উপজেলা প্রতিষ্ঠাতা এরশাদ তুমি সফল নেতা প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত। গতকাল শুক্রবার রাত শহরের শংকর সিটির হলরুমে জাতীয় পার্টির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শংকর পালের সভাপতিত্বে এবং জাপা নেতা প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, তাজ উদ্দিন আহমেদ বাবুল, কাজল আহমেদ, গাজী মিজবাহ উদ্দিন, জালাল উদ্দিন আহমেদ, প্রভাষক ওয়াহিদুর রহমান, ওয়ারেন্ট অফিসার (অবঃ) তালেব আলী, শেখ জালাল, জেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক রিপন আহমেদ, বর্তমান সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দেব, রহিছ আলী, জুয়েল আহমেদ জীবন, সিরাজুল ইসলাম, নুরুল হক, সিরাজ মিয়া, সুজিত রায় প্রমূখ। সভায় সভাপতির বক্তব্য জাপার কেন্দ্রীয় নেতা শংকর পাল বলেন, মরহুম পল্লীবন্ধু এরশাদ উপজেলা প্রতিষ্ঠা করে জনগণের দোড়গোড়ায় উন্নয়ন পৌছে দিয়েছিলেন। উপজেলা পরিষদ সৃষ্টি হওয়ায় সরকারি কর্মকর্তাদের বিভিন্ন পদও সৃষ্টি হয়েছিল। সেখানে তারা চাকুরী করে উন্নত জীবন যাপন করছেন। কিন্তু পল্লীবন্ধু এরশাদ এর শাসন আমলে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের যে ক্ষমতা ছিল এখন তা নেই। সরকার উপজেলা চেয়ারম্যান ক্ষমতা অনেকটা অকার্যকর করে রেখেছে। দেশের উন্নয়নের স্বার্থে উপজেলা চেয়ারম্যানদের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন-উপজেলাকে শক্তিশালী করতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিটি ইউনিয়নের জাতীয় পার্টি প্রার্থী দেবে। এজন্য জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য তিনি আহ্বান জানান। এছাড়া সভায় উপজেলা দিবসটি রাষ্টীয় ভাবে পালন করার জন্য সরকারের আহ্বান জানানো হয়। উল্লেখ্য, জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন সময়ে ২৩ অক্টোবর উপজেলা প্রতিষ্ঠা করেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com