শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে জনতার গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত ॥ আটক ১ চুনারুঘাটে ৬ সন্তানের জননীকে শ্বাসরোধ করে হত্যা ॥ স্বামী আটক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ মুক্তিযুদ্ধের চেতনা সকল ক্ষেত্রে বাস্তবায়ন করুণ খোশ আমদেদ মাহে রমজান ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ডুবে শায়েস্তাগঞ্জের শিশুর মৃত্যু হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল মহান স্বাধীনতা দিবসে নবীগঞ্জ পৌরসভা উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান নবীগঞ্জে হত্যা মামলার আসামীসহ ২ জন গ্রেপ্তার নবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ছাগলকে হত্যার অপরাধে ব্যবসায়ী কারাগারে

বাহুবলের শচীঅঙ্গনে সীমানা প্রাচীর ও সিসি ক্যামেরা স্থাপন করলেন পুলিশ সুপার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ শ্রীচৈতন্য মহাপ্রভুর মামারবাড়ি শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ ও সিসিটিভি ক্যামেরা স্থাপন কাজের উদ্বোধন করলেন হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ। গতকাল সোমবার দুপুরে তিনি শ্রী শ্রী শচীঅঙ্গন ধাম মন্দিরে গিয়ে একাজের শুভারম্ভ করেন। উল্লেখ্য, ঐতিহাসিক এই মন্দিরটি বাহুবলের জয়পুর গ্রামে অবস্থিত। হবিগঞ্জের পুলিশ সুপার উদ্যোগী হয়ে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণ করে দিচ্ছেন। এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল, সাহা ব্রাদার্সের সত্ত্বাধিকারী পংকজ সাহা, মন্দির কমিটির সম্পাদক নিরঞ্জন সাহা নিরু, ট্রাষ্টি সম্পাদক রনধীর চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি প্রদীপ দাশ খ্রষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহার রঞ্জন দেব, মন্দির কমিটির সদস্য মিহির দেব, পরিতোষ বণিক, অরুন দেব, রাজীব ভট্টাচার্য, বিশ্বজিৎ ভট্টাচার্য্য, দূর্জয় দেব, নিরেশ দেব, ভবেশ দেবসহ স্থানীয় নেতৃবৃন্দ। পরে সংক্ষিপ্ত এক সভায় পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ বলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর মামার বাড়িতে গড়ে ওঠা শ্রী শ্রী শচীঅঙ্গন মন্দির একটি ঐতিহাসিক স্থান। এই স্থানটিকে সর্বধর্মের মানুষ ধ্রদ্ধা করেন। কাজেই এর নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে। আর নিরাপত্তা সুরার জন্যই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। একইসঙ্গে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হচ্ছে। প্রসঙ্গত, গত ১০ আগস্ট রাতে শ্রী শ্রী শচীঅঙ্গন মন্দিরে রহস্যজনক চুরি হয়। এর পরদিন মন্দির পরিদর্শনে এসে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ দেখতে পান, মন্দিরের ১১৬০ ফিট সীমানা প্রাচীরের মধ্যে ৩৮০ ফিট অরক্ষিত। মন্দিরে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। এরপরই পুলিশ সুপার এই মন্দিরের নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেন। এমনকী হবিগঞ্জের মন্দিরগুলোর নিরাপত্তা বাড়াতে পুলিশ সুপার তার দপ্তরে জেলা ও উপজেলাগুলোর হিন্দু নেতাদের নিয়ে বৈঠকে বসেন। ওই বৈঠকেই শ্রী শ্রী শচীঅঙ্গন মন্দিরের নিরাপত্তার জন্য ৩৮০ ফিট সীমান প্রাচীর নির্মাণের কথা উত্থাপন করেন। পুলিশ সুপারের আবদারে জেলা ও উপজেলার হিন্দু নেতারা সীমানা প্রাচীর নির্মাণের জন্য বিভিন্ন সহায়তা দেয়ার কথা বলেন এবং সেই সহায়তা এরইমধ্যে মন্দিরে পৌঁছে গেছে। মন্দিরের সীমানা প্রাচীর নির্মাণে পুলিশ সুপার নিজেও আর্থিকভাবে সহযোগিতা করছেন। সেই বৈঠকের সিদ্ধান্ত মতেই গতকাল সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com