বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

জবর দখল উচ্ছেদে রাষ্ট্রীয় আইনে ডিসিদের সর্বোচ্চ অর্পিত দায়িত্ব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০
  • ৯৯৩ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ঃ-
স্বাধীনতা উত্তর দখল ও পূনরুদ্ধার বা জবর দখল উচ্ছেদ সংক্রান্ত আইন প্রনয়ণ করা যায়নি। ফলে পাকিস্তান আমলে ১৯৭০ইং প্রণীত আইনে জেলার ডেপুটি কমিশনার উচ্ছেদে অর্পিত সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কর্মকর্তা। আবার সরকার মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা জেলা প্রশাসককে দেয়াতে দেশে যেকোন উচ্ছেদ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। এজন্যই ডিসিদের ইচ্ছা বা মনোভাবের উপর নির্ভর করে রাষ্ট্র তথা জনগণের ভূমি বা সম্পদ জবর দখলমুক্ত থাকবে কি না? আইনে রাষ্ট্রীয় ভূমি ডিসিদের নামে রেকর্ডভূক্ত ও কাস্টোডিআন। আইনটি জনস্বার্থে হুবহু প্রকাশ করা হলো। সরকারী এবং স্থানীয় কর্তৃপীয় ভূমি ও ইমারত (দখল ও পূনরুদ্ধার) আদেশ, ১৯৭০ (জবর দখল উচ্ছেদ সংক্রান্ত আইন) সংজ্ঞা ঃ (ক) ইমারত: ইমারত অর্থ এমন সকল ইমারত যেগুলো সরকারের নিকট অর্পিত বা যেগুলোর মালিক সরকার বা যেগুলো সরকারের দখলে বা সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের ব্যবস্থাধীন ও নিয়ন্ত্রণে এবং এতে অন্তর্ভূক্ত ভূমিও বুঝাবে। (খ) জেলা প্রশাসক: জেলা প্রশাসক বলতে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক বা যুগ্ম জেলা প্রশাসক এবং সরকার কর্তৃক নিয়োগকৃত অন্য যেকোন ব্যক্তিবর্গ যারা এ আদেশ অনুযায়ী জেলা প্রশাসকের সকল অথবা যেকোন দায়িত্ব পালন করেন তারাও অন্তর্ভূক্ত হবে। (গ) ভূমিঃ ভূমি অর্থ এমন সব ভূমি যা সরকারের নিকট অর্পিত বা সরকার মালিক বা সরকারের দখলে আছে বা সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের ব্যবস্থাধীন ও নিয়ন্ত্রণে এবং অনুরূপ যেকোন ভূমিও এর অন্তর্ভূক্ত। (ঘ) স্থানীয় কর্তৃপক্ষ ঃ স্থানীয় কর্তৃপ বলতে ১৮৯৯ সালের বঙ্গীয় চুক্তিপত্রাদি আইনের ২৩ ধারায় বর্ণিত স্থানীয় কর্তৃপক্ষ। (ঙ) অনুনোমোদিত দখলদার ঃ অনুনোমোদিত দখলদার বলতে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিত কোন ব্যক্তি দখলে কোন ভূমি বা ইমারত বা এর কোন অংশ থাকলে বা প্রয়োজনীয় বৈধ দলিল সম্পাদন ব্যতিত সকল ব্যক্তিসহ নিম্নবর্ণিত ব্যক্তিদের বুঝায়ঃ (১) কোন ব্যক্তিকে কোন ভূমির ইমারত বা এর কোন অংশে পূনরায় প্রবেশ করার পূর্বে ইজারাদারকে নির্ধারিত নিয়মে নোটিশের মাধ্যমে নোাটিশধারীর ৩০ দিনের মধ্যে উক্ত ইমারত বা এর অংশ খালি করে দেয়ার জন্য নির্দেশ দিবেন। অনুনোমোদিত দখলদার উচ্ছেদ: ধারা ৫ ঃ- (১) যদি জেলা প্রশাসক নিজস্ব মতাবলে বা কারো নিকট হতে সংবাদপ্রাপ্ত হয়ে বা স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে অবগত হয়ে যথাযথ তদন্তপূর্বক সন্তোষ্ট হন যে, কোন ব্যক্তি কোন ভূমি বা ইমারত বা এর অংশে অনুনোমোদিত দখলদার, তখন তিনি তাকে উক্ত ভূমি বা ইমারত বা এর অংশ নোটিশ জারির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে খালি করে দেয়ার জন্য নোটিশ প্রদান করতে পারেন। তবে শর্ত থাকে যে, যদি জেলা প্রশাসক মনে করেন ৩০ (ত্রিশ) দিনের সময় দেয়া জনস্বার্থের অনুকুল নয় তখন তিনি অনধিক ৭ (সাত) দিনের সময় প্রদান করে নোটিশ জারি করতে পারবেন। (২) যদি কোন ব্যক্তি উপধারা (১) অনুবলে নির্দেশ থাকা সত্ত্বেও উক্ত ভূমি বা ইমারত বা এর অংশ তার দখল হতে নির্ধারিত সময়ের মধ্যে খালি করে দিতে ব্যর্থ হয় অথবা অস্বীকার করে তখন প্রচলিত কোন আইনে অন্য কিছু থাকা সত্বেও জেলা প্রশাসক আইনত অনুনোমোদিত দখলদার ব্যক্তিবর্গকে উচ্ছেদ করে বা উক্ত ভূমিতে নির্মিত কোন নির্মিত ইমারত বা নির্মিত কোন কাঠামো ধ্বংস বা অপসারণের মাধ্যমে সরকারের খাস দখলে নিতে পারবেন। দখল পূনরূদ্ধারের ক্ষমতা: ধারা ৬ ঃ- যেকোন ভূমি, ইমারত বা এর অংশের খাস দখল পূনরুদ্ধারকল্পে ৩ বা ৪ বা ৫ ধারার আওতায় জেলা প্রশাসক প্রয়োজনীয় শক্তি প্রয়োগ করতে বা করাতে পারবেন।
মহাসড়কের পার্শ্বে স্থাপনা নির্মাণ সংক্রান্ত আইন
মহাসড়কের পার্শ্বে স্থাপনা নির্মাণ সংক্রান্ত অক্টোবর ৮, ২০১৮ আইনে, গেজেট পৃষ্ঠা ৩০ এ বলা হয়েছে, ৩৭। মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা অপসারণ:- (১) আপাতত বলবৎ অন্য কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য পুরণকল্পে, কোনো ব্যক্তি, ব্যবসায়িক বা অন্য কোনো উদ্দেশ্যে, মহাসড়কের মালিকানাধীন জায়গায় বা ত্রেমত, মহাসড়কের ঢাল (ঝষড়ঢ়ব) হইতে উভয় পার্শ্বে ১০ (দশ) মিটারের মধ্যে অবৈধভাবে কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা (যেমন: হাটবাজার, দোকান ইত্যাদি) নির্মাণ করিতে পারিবেন না। (২) মহাসড়কের মালিকানাধীন জায়গায় বা ত্রেমত, মহাসড়কের ঢাল (ঝষড়ঢ়ব) হইতে উভয় পার্শ্বে ১০ (দশ) মিটারের মধ্যে অবৈধভাবে নির্মিত কোনো স্থায়ী বা অস্থায়ী স্থাপনা (যেমন হাটবাজার, দোকান ইত্যাদি) নির্মাণ করিতে পারিবেন না (২) মহাসড়কের মালিকানাধীন জায়গায় বা ত্রেমত মহাসড়কের ঢাল (ঝষড়ঢ়ব) হইতে উভয়পার্শ্বে ১০ মিটারের মধ্যে অবৈধভাবে নির্মিত বা অস্থায়ী স্থাপনা মহাসড়কে নিরাপদে মোটরযান চলাচল নিশ্চিতকরণের লক্ষ্যে পুলিশ বা কর্তৃপক্ষ বা সড়ক ও জনপথ অধিদপ্তর বা তৎকর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি তাৎক্ষনিকভাবে উহা অপসারণ করিতে পারিবে। ৮২। মহাসড়কের পার্শ্ববর্তী অবৈধ স্থাপনা নির্মাণ তাৎক্ষনিক অপসারণ সংক্রান্ত ধারা ৩৭ এর বিধান লঙ্গনের দন্ড (১) যদি কোনো ব্যক্তি ধারা ৩৭ এর উপ-ধারা (১) এর বিধান লঙ্গন করেন, তাহা হইলে উক্ত লঙ্গন হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসরের কারাদন্ড বা স্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক ৫ (পাঁচ) লক্ষ টাকা এবং অস্থায়ী স্থাপনার ক্ষেত্রে অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হইবেন। লেখক ঃ মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন
সাবেক চেয়ারম্যান ও ফ্রিল্যান্স সাংবাদিক
০১৭১৮-২২৩১৬৮

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com