শনিবার, ০৪ মে ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে বয়োবৃদ্ধ দম্পত্তিকে দলবেঁধে পিটিয়ে জখম ॥ আহত নারীর মাথার খুলি ফেটে গেছে হবিগঞ্জ শহরে দীর্ঘদিন পর স্বস্তির বৃষ্টি ॥ শহরবাসীর মাঝে উল্লাস চুনারুঘাটে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মাজার জিয়ারত পৌর এলাকার অটোরিক্সা চালকদের যাচাই বাছাই কার্যক্রম ও তামাক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত জুমার খুৎবায় হাফেজ আমিনুল হক ॥ দুযকের আগুন থেকে রক্ষা পেতে হলে সন্তানদেরকে মক্তব ও মসজিদে পাঠান জেলা আইনজীবি সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান বিচারপতি-ওবায়দুল হাসান ॥ অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করুন মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ নবীগঞ্জে কলেজ ছাত্র তাহসিন হত্যা মামলার আসামী সাজু মিয়া গ্রেপ্তার উপজেলা নির্বাচন বর্জনের আহবানে জেলা বিএনপির লিফলেট বিতরণ

শায়েস্তাগঞ্জে শোভাযাত্রা ও ‘‘বন্ধবন্ধুর উন্নয়ন দর্শন’’ আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ১২ জানুয়ারী, ২০২০
  • ৩২৮ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভযাত্রা পালিত হয়েছে। গতকাল শনিবার (১১ জানুয়ারী) সকাল ১০টায় অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে সকল শ্রেণী পেশার মানুষ এবং স্কুল কলেজের ছাত্র/ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে আনন্দ শোভাযাত্রা র‌্যালী নিয়ে বেরহয়ে শহরের প্রধান সড়ক দিয়ে থানা পর্যন্ত যায় এবং সেখান থেকে প্রদক্ষিণ করে এসে বালিকা বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এসে সমাপ্ত হয় শোভাযাত্র র‌্যালী। সকলের মাথায় লাল সবুজের ক্যাপ, শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের লগো সম্মিলিত সাদা রঙ্গের গেঞ্জী শোভাযাত্রায় সুন্দর করে তোলেছে। উক্ত শোভাযাত্রা র‌্যালীতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা, রোভার স্কাউট, সাংবাদিক, বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা এবং ছাত্র/ছাত্রী, উপজেলা প্রত্যেক ইউনিয়নে ও পৌর শহর থেকে আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা সহ বিভিন্ন পেশার মানুষ আনন্দ শোভাযাত্রা র‌্যালীতে স্বতস্পূর্ত অংশ গ্রহণ করে। পরে সকাল ১১ টায় বালিকা বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনি এবং সাড়ে এগারটায় বিদ্যালয় মাঠে উন্মোক্ত মঞ্চে ‘‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন’’ শির্ষক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপারভাইজার জগদীশ দাশ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা রমা পদ দেব, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, বীর মুক্তিযোদ্ধা প্রাণেশ দত্ত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ থানা ওসি তদন্ত মোঃ মামুন, এসআই আব্দুল মুকিত চৌধুরী, সদর উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সরদার, জেলা সাংবাদিক ফোরাম সহ সভাপতি মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবিদুর রহমান, সাংবাদিক সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, অপু দাশ, মীর আব্দুল কাইয়ুম, কামরুজ্জামান আল রিয়াদ প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ে শিশু কিশোরদের বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরষ্কার বিতরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com