মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৬:২৬ অপরাহ্ন

নবীগঞ্জে মদ খেয়ে মাতলামী করার দায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৪৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার রাজনগরে মদ্যপান করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও দাঙ্গা সৃষ্টির উপক্রম অপরাধের দায়ে বিলাল মিয়া (৩৫) নামে মাদক সেবনকারী এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন হাসানের কার্যালয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। বিলাল মিয়া (৩৫) নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের বুদার মিয়ার পুত্র।
সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে পৌর এলাকার রাজনগরে মদ্যপান করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও দাঙ্গা সৃষ্টি উপক্রম হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই শামসুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিলালকে আটক করে থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার বিকেলে বিলালকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন হাসানের কার্যালয়ে হাজির করলে তাকে মদ্যপান করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন ও দাঙ্গা সৃষ্টির উপক্রম অপরাধের দায়ে ১০ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ-বিন হাসান ভ্রাম্যমান আদালতের সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com