সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

পৈল গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত ॥ ভাংচুর-লুটপাট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং ইউনিয়নের পৈল গ্রামে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আহত জাহির আলী (৭০) রশিদা থাতুন (৫০)। ঘটনাটি ঘটেছে গত ৬ সেপ্টেম্বর রাত ৭ টার দিকে। জানা যায়, জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের লোকজন জাহির আলীর বাড়িতে দেশি অস্ত্র নিয়ে হামলা ও মারধর করে। এ সময় হামলাকারীরা তাদের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। পরে তাদের সুর-চিৎকারে আশ পাশের লোকজন এসে আহহদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে। উল্লেখ্য, জাহির আলী ও রশিদা খাতুন নিঃসন্তান হওয়ায় প্রতিপক্ষ হেলাল তাদের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ ব্যাপারে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের সভাপতিত্বে চলতি বছরের ২৮ জুলাই বিচার শালিস করা হলে প্রতি পক্ষ হেলাল তাদের রায় অমান্য করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com