বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কবি ফখর উদ্দিন ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা আজ

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৪৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বিশিষ্ট কবি ফখর উদ্দিন ঠাকুরের ১৪তম মৃত্যুার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কাঙালীভোজের আয়োজন করা হয়েছে আজ। এ উপলক্ষে কবির পরিবারের পক্ষ থেকে টাউন হল রোডস্থ বায়তুল আমন মসজিদে দোয়া মাহফিল ও হবিগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিমদের জন্য আপ্যায়নের আয়োজন করা হয়েছে। এছাড়া ‘কবি ফখর উদ্দিন ঠাকুর স্মৃতি পর্ষদ’র উদ্যোগে স্মরণসভারও উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কবি ফখর উদ্দিন ঠাকুরের টাউন হল রোডস্থ বাসবভনে অনুষ্ঠিতব্য স্মরণসভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন ‘কবি ফখর উদ্দিন ঠাকুর স্মৃতি পর্ষদ’-এর সাধারণ সম্পাদক ও কবিপতœী ডাঃ সায়েরা চৌধুরী।
উল্লেখ্য, ফখরউদ্দিন ঠাকুর ১৯৪৪ সালের ৩০ নভেম্বর তাঁর মাতুলালয় মৌলভীবাজারের মোস্তফাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ইউসুফ ঠাকুর সরকারি কর্মচারী ও একজন সমাজসেবক হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মাতার নাম সৈয়দা সায়েদুন্নেছা। প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায় অতিক্রম করে ’৬৫ সালে উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি ইংল্যান্ডে গমন করেন। সেখানে চার্টার একাউন্টেনসি এবং চা ও পাট গবেষণার উপর পড়াশোনা করেন। ফখর উদ্দিন ইংল্যান্ডে পড়াশুনারত থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন। ’৬৯ সালে ফখর উদ্দিন দেশে ফেরেন। দেশে থাকাকালীন ছাত্রাবস্থাই তার কাব্যচর্চার উন্মেষ ঘটে। বিদেশে অবস্থানকালীন সময়েও তা চলমান থাকে। দেশে ফিরে ’৭০ সালে চট্টগ্রাম শিপিং করপোরেশনে যোগদান করেন। কিন্তু আজন্ম স্বাধীনচেতা ফখর উদ্দিনের পক্ষে ৬/৭ মাসের বেশি চাকুরী করা সম্ভব হয়নি। ’৭৪ সালে মাধবপুর সদর উপজেলার বাসিন্দা মেডিকেল কলেজ ছাত্রী সায়েরা চৌধুরীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহিত জীবনের ব্যস্ততা তাঁকে কাব্যচর্চা থেকে বিরত রাখতে পারেনি। তবে নিভৃতচারী ফখর উদ্দিনের কাব্যচর্চার খবর তাঁর সীমিত সংখ্যক কাছের মানুষেরা ছাড়া খুব বেশী লোকজনের কাছে প্রচার পায়নি। ’৯০-এর দশকের পুরোটা সময় তাঁর কাব্যচর্চার আচ্ছন্নতার কাল। ২০০০ সালের মার্চে নির্বাচিত কবিতা নিয়ে প্রকাশ করেন কাব্যগ্রন্থ ‘দ্য ভয়েস অব দ্য ইস্ট এন্ড দ্য ওয়েস্ট’। এরপরও তাঁর কাব্যচর্চার গতি অবারিত থাকে, তবে শারীরিক অসুস্থতা তাতে মাঝে মাঝে বাদ সেধেছে। ২০০৫ সালের ২৩শে জুন হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে। তবে রেখে যান অসংখ্য অপ্রকাশিত কবিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com