বুধবার, ২৮ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বিদ্যুতের ভেলকিবাজি ব্যবসায়ী নেতৃবৃন্দের সাংবাদিক সম্মেলন ॥ হবিগঞ্জ চেম্বারে প্রশাসক নিয়োগ ও নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী শহরে টিসিবি পণ্য আটকের ঘটনায় মামলা দায়ের বাহুবলে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ ২ ব্যক্তি আটক দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ইংল্যান্ড প্রবাসী আব্দুল মজিদকে সংবর্ধনা মাধবপুরে ভোক্তা অধিকার আইনে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ভূমি মেলার সমাপনী সভায় ইউএনও ॥ জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে আধুনিক ভূমি সেবা নবীগঞ্জে প্রথমবারের মতো শুরু ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা নবীগঞ্জে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন মাধবপুরে জাইকার সহায়তায় ২২৯৮ জোড়া বেঞ্চ বিতরন

ইমামবাড়ী বাজারে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

  • আপডেট টাইম সোমবার, ৬ মে, ২০১৯
  • ৬০৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ইমাম বাড়ী বাজারে ইসলামী আন্দোলন ইমামবাড়ী শাখার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল ৫মে রবিবার বিকাল ৫টায় ইমামবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদ গেইট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইমামবাড়ী আঞ্চলিক শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে ইমামবাড়ী বাজারে এক স্বাগত মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে পথসভার মাধ্যমে সমাপ্ত করা হয়। মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান সমাগত। রমজান মাস আত্মশুদ্ধি অর্জনের মাস। সহানুভূতির মাস। এ মাসের যথাযথ মর্যাদা রক্ষার জন্য সর্বস্থরের মুসলমানকে এগিয়ে আসতে হবে। রমজানের পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে আন্তরিকভাবে কাজ করতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য নাগালের ভিতরে রাখতে হবে। গরীব, অসহায় ও মেহনতি মানুষ যেন অর্ধাহারে ও অনাহারে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শ্রমিকের শ্রম কমিয়ে দিয়ে পুরাপুরি মজুরি প্রদান করা সকলের কর্তব্য। পবিত্র রমজান উপলক্ষে সকলকে মারামারি, হিংসা-বিদ্বেষ, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্মসংযম অর্জন করতে হবে। বক্তারা আরো বলেন, এ মাসে আল্লাহ্ তা’য়ালা পবিত্র গ্রন্থ আল-কোরআন নাজিল করে মানুষকে পথ প্রদর্শণ করেছেন। রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করে ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে কাজ করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওঃ হাবিবুর রহমান জিহাদির সভাপত্বে ইসলামী যুব আন্দোলন ইমামবাড়ী শাখার সভাপতি হাফেজ মাওঃ মঈন উদ্দিন এর পরিচালনায় মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা মুস্তাকিম, হাফেজ আশরাফ, হাফেজ মুরসালিন, হাফেজ মাহমুদ, আব্দুল আজীম, জাকারিয়া, জাজেদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com