বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

টি-২০ ক্রিকেট নিয়ে জুয়ায় মত্ত হবিগঞ্জের যুবসমাজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ এপ্রিল, ২০১৪
  • ৪৩৪ বা পড়া হয়েছে

বরুন সিকদার ॥ টি-২০ ক্রিকেট বিশ্বকাপ নিয়ে টান-টান উত্তেজনা আর উন্মাদনায় ভাসছে ক্রিকেটফ্যানরা। সেদিক থেকে কোন অংশে পিছিয়ে নেই বাজিকরা। তবে তা ক্রিকেটের প্রতি ভলবাসায় নয়, বাজি জেতার আশায়। এসব বাজিকর বা জুয়ারীরা ম্যাচ শুরুর পূর্ব মুহুর্তে পছন্দসই দলকে বেঁছে জয় বা পরাজয় নিয়ে নির্দিষ্ট পরিমান টাকার অংকে বাজি ধরতে উৎসাহ প্রদান করে থাকে অন্যদের।
যা এক ধরনের নিরব-ঘাতি জুয়া হিসেবে পরিচিত বলে মনে করছেন সচেতন মহল। বর্তমান সময়ে এসব বজিকরদের সংখ্যা গুনে শেষ করবার নয়। এক্ষেত্রে কোন অংশেই পিছিয়ে নেই হবিগঞ্জ জেলাও। গ্রাম-গঞ্জের চাইতে শহরেই এসব জুয়ারীর প্রভাব বেশি লক্ষনীয়।
সাধারণ এক পরিসংখ্যানে জানা যায়, এসব বাজি খেলায় বেশির ভাগ মধ্যবয়সী ও তরুণ যুবকরাই আসক্ত হয়ে পড়ছেন। শুধু মাত্র অশিক্ষিতরাই নয় শিক্ষিত ব্যক্তিরাও এতে যুক্ত হচ্ছে দিনকে দিন। বাজি কেন্দ্রিক এই মাধ্যমটি শুধু মাত্র মাঠেই সীমাবদ্ধ নয় আজকাল তা টিভির সামনেও বিস্তার লাভ করেছে। ম্যাচ প্রতি বাজিতে টাকার অংক হিসেবে নিম্নে ৫০ টাকা থেকে শুরু করে ৫ হাজার টাকা পর্যন্ত। আর বৃহৎ অংক টাকার পরিমান ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টকার মধ্যে বা তারও অধিক হয়ে থাকে। তবে বড় দানের জুয়ারীদের বেশির ভাগ বিভিন্ন ব্যবসায়ি পর্যায়ে। আর ছোট দানের জুয়ারিদের বেশির ভাগ বেকার যুবক। তবে এর মাত্রা স্কুল ও কলেজ পর্যায়েও পৌছে গেছে বলে ধারণা অভিবাবকদের ।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, এসব জুয়ারীরা কেউ প্রফেশনাল বা স্থায়ী নয়। বিভিন্ন খেলাকে কেন্দ্র করে বন্ধু-বান্ধবদের মধ্যেই আনন্দস্বরূপ এই বাজি ধরা হয়। বাজিতে একবার কেউ জিতে গেলে পরবর্তিতে লাভের আশায় লোভে পড়ে আবারও বাজি ধরছেন। শর্ত অনুযায়ি বাজির টাকা মেটাতে না পারলে মনোমালিন্যতা সহ সংঘর্ষও হচ্ছে।
জেলা সদর শহরের চৌধুরী বাজার, বগলা বাজার, আনোয়ারপুর, উমেদনগর সহ বিভিন্ন স্থানের আড্ডা স্থল হিসেবে চা স্টল, টং দোকানকে ঘিরে বসে এসব জুয়ার আসর। শুধু তাই নয় ডিজিটাল যুগের সাথে তাল রেখে ঘরে বসেই মোবাইলেও একে অন্যের সাথে বাজিতে মেতে উঠছে।
রাজনগর এলাকার বাসিন্দা গোলাম রাব্বানী জানান, শখের বসত সিগারেট থেকে যেমন নেশাগ্রস্ত হয় সমাজ, তেমনি ক্রিকেট কেন্দ্রীক বাজি ধরে অনেকেই পাকা জুয়ারী হয়ে উঠছে। যা যুব সমাজের জন্যে অত্যন্ত ক্ষতিকর। এর জন্যে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। তবে এক্ষেত্রে বড় ভূমিকা রাখতে হবে নিজ নিজ পরিবারবর্গদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com