সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে পূজা মন্ডপ পরিদর্শনে এমপি মজিদ খান

  • আপডেট টাইম শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮
  • ৪৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং ও আজমিরীগঞ্জ আসনের এমপি অ্যাডভোটেক আবদুল মজিদ খান বলেছেন, আওয়ামী লীগ সরকারের দশ বছরের মধ্যে দেশে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশটা চমৎকার সম্প্রীতির রাষ্ট্রে পরিণত হয়েছে। ধর্ম যার যার, উৎসব সবার, এটিই সরকারের চরিত্র। এই কারণেই দেশে উৎসবমুখর পরিবেশসহ সৌহার্দ্যপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালিত হয়। প্রত্যেক ধর্মকে সম্মান করা উচিত। এই বাণীটি সব ধর্মের গ্রন্থে উল্লেখ আছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বানিয়াচং উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পূজামন্ডপে সরকারের অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ১১৭টি পূর্জামন্ডপে প্রত্যেকটিতে ৫০০ কেজি করে ১০০ মেট্রিক টন চাল অনুদান দিয়েছে সরকার। ইউএনও মো.মামুন খন্দকারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন পিআইও প্লাবন পাল, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, আহাদ মিয়া, ওয়ারিশ উদ্দিন খান, হিন্দু-বৌদ্দ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়, সেক্রেটারি কাজল চ্যার্টাজি, পূর্জা উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণ দেব, সেক্রেটারি মাধব দেব, জয়কালী বাড়ি কমিটির সভাপতি প্রণব কৃষ্ণ মহারতœ, পূর্জা উদযাপন কমিটির সাবেক সভাপতি প্রিয়তোষ রঞ্জন দেব, নারায়ণ দত্ত, গণেশ দাশ, রাশমনি আচার্য্যসহ উপজেলার ১৫ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদক। বক্তারা গাড়ি চাপা দিয়ে এমপি আবদুল মজিদ খানকে হত্যাচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ঘাতক চালকসহ গাড়িটি এতদিন ধরে আটক করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। দুস্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com