শনিবার, ১২ জুলাই ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে সংঘর্ষে হত্যার ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে মামলা লস্করপুরে বালু বোঝাই ড্রাম্পার ট্রাক থেকে বিদেশী মদ উদ্ধার ॥ আটক ২ নবীগঞ্জে ওয়ারিশান বিহীন বিক্রেতা সাজিয়ে জাল দলিল নবীগঞ্জে ফারুক হত্যাকাণ্ডের ঘটনায় ১৩৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের বানিয়াচঙ্গে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত সাইবার মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ শহরে তারেক নামের এক প্রতারকের বিরুদ্ধে মামলা শায়েস্তাগঞ্জ স্টেশনে কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে তোলপাড় ৪ জনের বিরুদ্ধে মামলা শাহ সুলেমান ফতেহগাজী জামে মসজিদে জুমার খুৎবায় আতিকুল ইসলাম সত্য সব সময় মজবুত হয় শহরের বাণিজ্যিক এলাকার এক ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হবিগঞ্জ সদর থানার অভিযানে ৩ পলাতক আসামি গ্রেফতার

কালিয়ারভাঙ্গার ইলিয়াছের বিরুদ্ধে মামলার প্রসেডিং জবাব শুনানী শেষে সাক্ষির জন্য আমল গ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮
  • ৪৭০ বা পড়া হয়েছে

স্টাপ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের এ কে এম ইলিয়াছের বিরুদ্ধে মামলার প্রসেডিং জবাব শুনানী শেষে সাক্ষির জন্য আমল গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার নির্বাহী ম্যাজিট্রেট তাসলিমা শিরিনের আদালতে দীর্ঘক্ষন শুনানি শেষে ওই রায় প্রদান করেন। মামলার বিবরনের প্রকাশ, নবীগঞ্জ উপজেলার কালীয়ারভাঙ্গা গ্রামের এ কে এম ইলিয়াস গত ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। নির্বাচনে তার অর্থের সংকট হলে পাশর্^বর্তী উপজেলা বানিয়াচং সদরের তার আত্মীয় শেখের মহল্লার জনৈক এক বিধাব মহিরার নিকট থেকে ১ লাখ ৬০ হাজার টাকা ধার নেন। এ কে এম ইলিয়াছ ওই মহিলাকে ও তার ছেলে তাইফুর রহমানকে আশ^স্ত করেন যে, তার নামে নবীগঞ্জ উপজেলার সমরগাও মৌজার ১০১ নং জেএলের ২২৯ নং খতিয়ানের ২৮৫নং দাগের ৯৮ শতক আউশ রকম ভূমির বি-০২/কমস্-৬/০৭৬/১৬ তারিখ ১১ মার্চ ২০১৬ইং মূলে জেনারেল পাউয়ার অব এটর্নি বার্মিং আমস্থ বাংলাদেশ হাই কমিশনারের মাধ্যমে তার নাম এসেছে। তিনি ওই ভূমি বিক্রি করে পাওনা টাকা পরিশোধ করবেন। জমি বিক্রি হলেও পাওনা টাকা পরিশোধ হয়নি। এ নিয়ে ইলিয়াছের লন্ডন প্রবাসি ছোট ভাই আজাদ পাঠান ও স্থানীয় চেয়ারম্যানের ধারস্থ হয়েও এর সমাধা হয়নি। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। নিরুপায়ে গত সনের ২৮ অক্টোবর কালিয়াভাঙ্গা গ্রামের জনৈক মুরুব্বীর নিকট পাওনা টাকার মালিকের পুত্র তাইফুর রহমান যেতে চাইলে ইলিয়াছ ও তার পাহাড়াদার ছাবু মিয়া ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে আসলে স্থানীয় লোকদের সহযোগীতায় রক্ষা পান। এ ব্যাপারে মামলা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাদেরকে হাজির করে জবাবের জন্য নোটিশ জারি করেন। ওই তারিখে তিনি হাজির হয়ে জবাব দাখিল করলে শুনানি শেষে তা নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। অপর আসামি পাহাড়াদার ছাবু মিয়া পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com