সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নানা আয়োজনে শচীন্দ্র কলেজে অমর একুশে ফেব্র“য়ারী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অমর একুশের প্রথম প্রহরে শচীন্দ্র কলেজের শিক্ষক ও ছাত্ররা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সাড়ে ১১টায় ছাত্র মিলনায়তনে অধ্যক্ষ ফরাশ উদ্দিন আহমেদ শরীফীর সভাপতিত্বে এবং প্রভাষক সুমনা দাসের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের গর্ভনিং বডির সভাপতি এমপি অ্যডভোকেট আব্দুল মজিদ খান। স্বাগত বক্তব্য রাখেন একুশে ফেব্র“য়ারী উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক গৌতম সরকার। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল সরকার, গভর্নিং বডির সদস্য প্রফেসর নিখিল ভট্টাচার্য্য, মোঃ আলাউদ্দিন আহমেদ, কলেজের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক মোঃ লতিফ হোসেন ও প্রভাষক রঞ্জু পাল। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রেদোয়ান পাশা ও নাঈমা আক্তার। আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও শহীদদের প্রতি দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি মজিদ খান শিক্ষার্থীদের ২১ এর চেতনা ধারণ করে জীবন গঠন করার আহ্বান জানান। তিনি বলেন বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় পুনরায় এ সরকারকে বিজয়ী করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com