শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

চুনারুঘাটে অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম সোমবার, ৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের অর্ন্তভুক্ত চুনারুঘাট উপজেলার আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক শ্রমিক প্রতিনিধি নির্বাচন ২০১৮-২০১৯ সনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।  গতকাল সোমবার সকাল ৮ থেকে দুপুর ২টা পর্যন্ত ৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা অটোরিক্সা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু ও প্রধান প্রিজাইডিং ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম। প্রধান নির্বাচন কর্মকর্তা হলেন চুনারুঘাট উপজেলা শাখার সেলিম চৌধুরী, নির্বাচন কমিশনার সাংবাদিক আবুল কালাম আজাদ, সাইফুল আলম রুবেল, মিজানুর রহমান সেলিম, এইচএম সেলিম। পোলিং অফিসার ছিলেন-সাংবাদিক মহিদ আহমেদ চৌধুরী, এসএম সুলতান খান, মিজানুর রহমান, খন্দকার আলাউদ্দিন ও এসআর রুবেল মিয়া। নির্বাচন পরিদর্শনে ছিলেন দেওরগাছ ইউপি চেয়ারম্যান শামছুন নাহার চৌধুরী, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, সাবেক চেয়ারম্যান হুসাইন আলী রাজন, ডিসিপি হাই স্কুলের সহকারী শিক্ষক নাবিউল হক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান চৌধুরী, এসআই আতিকুল আলম খন্দকার। উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় আলহাজ্ব আব্দুর কাদির সরকার সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। মোঃ আব্দুল হাই মিশুক মার্কায় (২৮৪) ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও তার নিকটতম প্রতিদ্ধন্ধি সাজিদ মিয়া কাপ-প্লেইট মার্কা ১৭৫ ভোট পান।
যুগ্ম সম্পাদক পদে আব্দুস সালাম চাকা মার্কা নিয়ে  (৩৩৭) ভোট এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি মলয় দেব চশমা মার্কা পেয়েছেন (২১৮) ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জমরুত মিয়া ঘোড়া মার্কা নিয়ে (১৫৩) ভোট ও তার নিকটমত প্রতিন্দ্বন্দ্বি আমির উদ্দিন বাঘ মার্কা নিয়ে (১৪৯) ভোট পান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে সুমন আহমেদ ডাব মার্কা নিয়ে (৪৩৮) ভোট ও তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি ফরিদ মিয়া ফ্যান মার্কা নিয়ে (১১৫) ভোট। মিহির পাল ক্রিকেট ব্যাট মার্কা নিয়ে (২৩০) ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি আব্দুল মন্নান রেডিও মার্কা নিয়ে (১৮২) পান। উক্ত কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com