স্টাফ রিপোর্টার ॥ আসন্ন লাখাই উপজেলা নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণ করা হয়েছে। লাখাই থানা বিএনপির সভাপতি এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ লাখাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল হবিগঞ্জ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির এক সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট দেওয়ান মাসউদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট খালিকুজ্জামান চৌধুরী, এডভোকেট শামছু মিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, জেলা কৃষকদলের সভাপতি মখলিছ উর রহমান তালুকদার, সৈয়দ রিয়াজ উদ্দিন আহমেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল প্রমুখ।
সভায় লাখাই থানা বিএনপির সভাপতি এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদ ও সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান আগা মিয়া, হাজী আব্দুল হক, ডাঃ নুরুল ইসলাম ও আবুল কালাম তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, এডভোকেট আয়াতুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
সভায় সকলের মতামতের ভিত্তিতে আসন্ন লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে এডভোকেট ছালেহ উদ্দিন আহমেদকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করা হয়। এছাড়াও ভাইস চেয়ারম্যান এসআর তালুকদার শাহিনুর ও মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা খাতুনের নাম ঘোষণা করা হয়।