শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আশুগঞ্জে ৮৯ কেজি গাঁজা উদ্ধার ॥ মাধবপুরের যুবকসহ গ্রেপ্তার দুই হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমানের মাতার রুহের মাগফেরাত ও তার ভাইয়ের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি আবু জাহির ॥ দেশকে সবদিক থেকেই সমৃদ্ধ করে যাচ্ছে বর্তমান সরকার বৈচিত্রপূর্ণ, বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অধিকারী ॥ জিকে গউছের ৫৭তম জন্মদিন আজ জুমার খুৎবায় মুফতি কামরুল ইসলাম শিবলী ॥ যাদের মধ্যে মোনাফিকির লক্ষন আছে তাদেরকে বন্ধু বানানো যাবে না হবিগঞ্জ শহরে চোরাইকৃত টিনসহ ৫ চোর আটক জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার পরামর্শ ও শোক সভা হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ

দুর্নীতির অভিযোগে মোজাহের হাই স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭
  • ৪৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী দানুর বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জের স্পেশাল জজ আদালতে গত ২৪ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি তদন্তের জন্য দুদকের হবিগঞ্জ সমন্বিত কার্যালয়ের কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান- স্পেশাল জজ আদালতের পেশকার রিয়াজ উদ্দিন। স্কুলের খেলার মাঠে মাটি ভরাটের জন্য সরকারের বরাদ্দ দেয়া ২ লাখ টাকার কাজ না করিয়ে সমুদয় টাকা আত্মসাত, ১হাজার ১৩৫ জন শিক্ষার্থীর কাছ থেকে ভর্তি ফি, রেজিষ্ট্রেশন ফি, ফরন পূরণ ফি বাবদ বোর্ড নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় এবং প্রশংসা পত্র প্রদান করে স্কুলের প্রধান শিক্ষক রিয়াজউদ্দিন বাবর ও ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী দানু সর্বমোট ৫ লাখ ১২ হাজার ৭০৬ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাত করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়। প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী দানু একে অপরের মামা ভাগ্না। চলতি বছরের ১ জানুয়ারী থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে আসামীরা বিদ্যালয়ের উপরোক্ত টাকা আত্মসাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন বাবর জানান-খেলার মাঠের জন্য বরাদ্দকৃত ২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে সত্য। খেলার মাঠ ভরাট করা হয়নি তবে কাজটি করা হবে। কাজ না করে টাকা উত্তোলন ঠিক হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী দানু বলতে পারবেন। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম রব্বানী দানু জানান-এখানে কোনো দুর্নীতি হয়নি। হবিগঞ্জ সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ জাহান জানান- প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে মর্মে লিখিতভাবে জানানোর পরই অর্থ ছাড় দেয়া হয়েছে। সরেজমিনে প্রকল্প কাজ তদন্ত করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন-স্কুল কমিটি জানিয়েছেন-তারা প্রকল্পের কাজটি সুবিধা মতো সময়ে সম্পন্ন করবেন। তাই অর্থ ছাড় দেয়া হয়েছে। মোজাহের উচ্চ বিদ্যালয়ের প্রকল্প কাজ সম্পন্ন ও অর্থ ছাড়ের বিষয়ে পিআইও তার নিজের কথা থেকে নিজেই সরে যান। ১১৩৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের কাছ থেকে বোর্ড নির্ধারিত টাকার চেয়ে ২শ টাকা করে অতিরিক্ত আদায়, ফরম পূরন, রেজিষ্ট্রেশন বাবদ অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক জানান- স্কুল জন্মের পর থেকেই এভাবে আদায় করা হচ্ছে। অতিরিক্ত টাকা স্কুলের স্বার্থেই ব্যয় করা হয়ে থাকে। এখানে কোনো দুর্নীতি করা হয়নি। মামলার বাদী শেখ কালাম জানান-কাজ না করিয়ে ২ লাখ টাকা উত্তোলন করা, শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত অর্থের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে যেনতেনভাবে খরচ দেখিয়ে লুটপাট করা হচ্ছে বড় ধরনের দুর্নীতি। এখানে দুর্নীতি হয়নি একথা বলা যাবে না। প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আপন মামা ভাগ্না। তারা যৌথভাবে মিলিত হয়ে স্কুলটিকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন। দুর্নীতিবাজদের শাস্তির দাবীতে ইতিমধ্যে স্কুলের একাধিক অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, স্বার্থ সংশ্লিষ্ট এলাকাবাসী বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছেন। মামলায় শিক্ষার্থীদের অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য, এলকাবাসীর পক্ষে একাধিক ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com