মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে শারদীয় দূর্গাপূজায় সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি তদন্ত কাউসার আহম্মদ, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাস গুপ্ত, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুনীল দাস, সাধারন সম্পাদক লিটন রায়, পৌর সভাপতি প্রমোদ রঞ্জন মালাকার, রাখাল চন্দ্র ঘোষ, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ। পরে প্রধান অতিথি ১১৫টি পূজা মন্ডপের সভাপতি/সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন।