সোমবার, ১৫ এপ্রিল ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ন

নবীগঞ্জে আনন্দ নিকেতনের ১৪তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৬৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আকঁবে তুমি দেখবে সবাই, রং তুলিতে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনের ১৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে কেক কেটে প্রতিষ্টাবাষির্কীর উদ্বোধন, আন্তঃ পৌরসভা চিত্রাংকন প্রতিযোগীতা, আজীবন সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরন অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসাবে কেক কেটে প্রতিষ্ঠাবাষির্কীর উদ্বোধন করেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। আনন্দ নিকেতনের সভাপতি পিন্টু রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দীপঙ্কর ভট্রাচার্য্য দেবুলের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এডঃ সুলতান মাহমুদ, নবীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি নোমান আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পৌর সভার হিসাব রক্ষক মোঃ জালাল আহমদ, মৌলানা শুয়াইব আহমদ চৌধুরী, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, আনন্দ নিকেতনের প্রশিক্ষক ও বিচারক তরুন রায়, বিচারক অসীম বনিক, প্রণব চন্দ্র দেব, কাঞ্চন বনিক, তনয় কান্তি ঘোষ, পৃথ্বিশ চক্রবর্তী, জীবেশ গোপ, অসীম বনিক, ওয়াহিদুজ্জামান জুয়েল, রাজীব রায়, সাব্বিরুল হক রুহেল, শেখ আবুল হাসান, জসিম উদ্দিন, কংকন দাশ, মাসুম সোহাগ, সাজু, গৌতম প্রমূখ। সভায় সংগঠনের বিভিন্ন কর্মকান্ডে সক্রিয় অবদান রাখায় এডঃ সুলতান মাহমুদকে আজীবন সম্মমনা স্মারক প্রদান করা হয়। শেষে চিত্রাকংন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com