সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে সাতছড়িতে পিপল্স ফোরামের কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪০৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যানে ইউএসএআইডির ক্রেল প্রকল্পের আয়োজনে বুধবার বিকেলে পিপল্স ফোরামের সাধারণ পরিষদ সভা অনুষ্টিত হয়। পিপল্স ফোরমের সভাপতি সফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে ও পিপল্স ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মোবাশ্বির আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতছড়ি বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিট অফিসার আনিছুজ্জামান, ক্রেল প্রকল্পের সিসি পামু পলাশ সরকার, লাইভলিহুড ফ্যাসিলেটর আব্দুল্লাহ আল মামুন, আবু হানিফা মেহেদী, পিপল্স ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোঃ সফিক মোল্লা, যুগ্ম-সম্পাদক মোঃ উজ্জ্বল খাঁন, কোষাধ্যক্ষ মোছাঃ রাবেয়া খাতুন, সিরাজুল ইসলাম ও নূর মোহাম্মদ প্রমুখ। সভায় সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মোঃ মাহমদ হোসেন বন্যপ্রাণী ও বনের প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে অগ্রণী ভূমিকা রাখার জন্য পিপল্স ফোরামের সদস্যের প্রতি আহবান করেন। পিপল্স ফেরামের সদস্যবৃন্দরা সাতছড়ি সহ ব্যবস্থপনা কাউন্সিল ও কমিটি দ্রুত গঠনের জন্য দাবি জানান। সভা শেষে সফিকুল ইসলাম আবুলকে সভাপতি, মোঃ মোবাশ্বির আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com