সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

অবশেষে জিতল হবিগঞ্জের ক্লাব ॥ এমপি আবু জাহির টি-টুয়েন্টি টুর্ণামেন্টে মডার্ণ ক্লাবের জয়

  • আপডেট টাইম সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অস্কার এমপি আবু জাহির টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্টের প্রথম দুই খেলায় জয়লাভ করেছিল সিলেট ও সুনামগঞ্জ জেলা থেকে আগত ক্লাব। উভয় খেলায় স্বাগতিক জেলার ক্লাব পরাজিত হলেও তৃতীয় খেলায় এসে সেই বৃত্ত ভেঙ্গে স্বাগতিক জেলার ঐতিহ্যবাহী মডার্ণ ক্লাব জয়লাভ করেছে। গতকাল তারা টুর্ণামেন্টের সবছেয়ে শক্তিশালী মৌলভীবাজার জেলার মাহদিস ক্লাবকে ৪৫ রানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে। শক্তিশালী প্রতিপক্ষ থাকায় মডার্ণ ক্লাব জাতীয় তারকা নাজমুল হোসেন মিলন (ছক্কা মিলন), বিপিএল তারকা সাইদ সরকার ও অনুর্ধ-১৯ দলের তারকা দীপ্ত সরকারকে দলভুক্ত করে। টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে মডার্ণ ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। যা টুর্ণামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্ছ দলীয় রান। দলের পক্ষে জনি ২৯, সাইদ সরকার অপরাজিত ১৯, মিলন ১৮ ও মুকুল ১৪ রান সংগ্রহ করে। মৌলভীবাজারের শাহনুর পায় ৩ উইকেট। জবাবে মৌলভীবাজার ১৫ ওভারে ৭০ রান সংগ্রহ করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে প্রকাশ ৩১ রান সংগ্রহ করে। মডার্ণ ক্লাবের বাম হাতি স্পিনার নাছিম ১১ রানে ৩টি, মিলন ১১ রানে ও জসিম ৬ রানে ২টি উইকেট লাভ করে। গতকালের খেলা পরিচালনা করেন অ্যাডভোকেট বিভৎস্যু চক্রবর্তী বিভু ও জয়নাল আবেদীন তপু। আজকের খেলায় অংশ গ্রহণ করবে ইয়ং ব্রাদাস বনাম সিলেট টাইগার্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com