সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচংয়ে কাজীর উপর হামলার ঘটনায় কাজী সমাজের নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট টাইম বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
  • ৪২০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নে কাজী দেলোয়ার হোসাইনের উপর হামলার ঘটনায় হবিগঞ্জ জেলা কাজী সমাজের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পত্রিকায় প্রেরিত এক বিবৃতিতে তারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে সরকার বাল্য বিবাহ বন্ধ নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি নির্দেশ অনুযায়ী ১৮ বছরের আগে কোন মেয়ে এবং ২১ বছরের আগে কোন ছেলের বিয়ে দেয়া যাবে না। অথচ বানিয়াচং কাগাপাশা গ্রামের জনৈক ব্যক্তির কন্যা ও পুত্রের বাল্য বিয়ে না পড়ানোয় বাতাকান্দি গ্রামের কাজী দেলোয়ার হোসাইনের উপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় কাজী দেলোয়ার হোসাইনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক। বিবৃতিতে কাজী সমাজ নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি ও গ্রেফতারের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com