সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্র“য়ারি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬
  • ৪১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী বছরের (২০১৭) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আটটি সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ ফেব্র“য়ারি। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি মঙ্গলবার (১৫ নভেম্বর) এসএসসির সময়সূচি অনুমোদন করে গতকাল বুধবার তা প্রকাশ (ঢাকা বোর্ডের ওয়েবসাইটে) করেছে। ঢাকা শিক্ষাবোর্ড আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্ব পালন করে থাকে।
স্বরস্বতী পূজার কারণে আগামী ১ ফেব্র“য়ারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এজন্য এবার ২ ফেব্র“য়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে বলে জানান বোর্ডের একজন কর্মকর্তা। আইনগত বাধ্যবাধকতা না থাকলেও সরকার সাধারণত ১ ফেব্র“য়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু করে থাকে। সময়সূচি অনুযায়ী, ২ ফেব্র“য়ারি থেকে ২ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময়সূচিতে আগামী ৪ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ৫ থেকে ১১ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com