সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচং সিরাত পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০১৬
  • ৩৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ “বানিয়াচং সিরাতুন্নবী (সাঃ) প্রচারনা পরিষদ” এর ২০১৭-১৮ইং এর দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সদর দারুল কুরআন মাদ্রাসা মসজিদের ২য় তলায় বর্তমান আহ্বায়ক কমিটির প্রধান মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে মাওলানা জিয়াউল হককে সভাপতি, মাওলানা শেখ মিজারনুর রহমান ও মাওলানা জমির আলীকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা মুনীরুল ইসলামকে সাধারণ সম্পাদক, মাওলানা মাসুম বিল্লাহকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা শেখ আব্দুর রহমান রুমানকে সাংগঠনিক সম্পাদক, মৌলভী মুনীর আহমদ, হাফেজ আনহার আহমদ, মাওলানা জুবায়ের আহমদ ও হাফিজ ইকবাল হোসাইনকে প্রচার সম্পাদক মনোনীত করে দ্ইু বৎসর মেয়াদী নির্বাহী কমিটি ঘোষনা করা হয়। এতে অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুফতি মুবাশ্বির আহমদ, সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাওলানা বশির আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আহমদুল হক, মুফতি সুহাইল আহমদ, মাওলানা হাফেজ মুত্তাকিন লস্কর প্রমূখ। পরিশেষে কাউন্সিল পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা আব্দুল কাদিরের সমাপনী বক্তব্য ও মুফতি মুবাশ্বির আহমদ এর সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com