সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে চোরের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ৩১ আগস্ট, ২০১৬
  • ৫৩৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার দরগা গেইট এলাকায় রিমেল ব্রাদার্সে চুরির ঘটনায় এক চোরের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গিয়াস উদ্দিন জানান, চুরির ঘটনায় গ্রেফতারকৃত আবুল মিয়াকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড চাইলে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সামসাদ বেগম ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, উপজেলার কালিকাপুর গ্রামে লেখক সায়েদুর রহমানের মালিকানাধীন দরগা গেইটে অবস্থিত মেসার্স রিমেল ব্রাদার্সে গত ২০ আগষ্ট রাতে এক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় লেখক সায়েদুর রহমান বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জনতার সহযোগীতায় চুরির সাথে জড়িত সন্দেহে লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবুল মিয়াকে আটক করা হয়। মামলা দায়েরের পর থেকে চোরের সহযোগীরা লেখক সায়েদুর রহমানকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তাদের হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় ভূগছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com