স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরতলীর আলমবাজার-সুজাতপুর সড়কে টমটমের ধাক্কায় জীবন মিয়া (৭) নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে। সে ওই গ্রামের জাতু মিয়ার পুত্র এবং আনোয়ারপুর প্রাইমারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। গতকাল শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় হবিগঞ্জগামী একটি টমটম তাকে চাপা দেয়। এতে সে রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।