স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামে এক যুবক আত্মহত্যা করেছেন। নিহত যুবকের নাম সুমন মিয়া (৩০)। তিনি স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে। গতকাল শনিবার বিকেলে নিজ ঘরের তীরে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, সুমন মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্চে, নেশাজনিত মানসিক চাপ ও বিষণ্নতার কারণেই তিনি আত্মহননের পথ বেছে নেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।