স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ডিসি অফিসের গেইটের সামন থেকে হাফিজুর রহমান কানন (৩০) নামে এক যুবলীগ কর্মীকে আটক করে মারপিট করে পুলিশে দিয়েছে জনতা। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার শৈলজুড়া গ্রামের হাফিজুর রহমান কোর্টের কাজ শেষে বাড়ি ফেরার পথে ডিসি অফিসের গেইটের সামনে এলে একদল জনতা তাকে ধাওয়া করে আটক করে মারপিট করে। পরে তাকে সদর থানায় সোপর্দ করে। উপস্থিত জনতারা জানান, সে বৈষম্য বিরোধী আন্দোলনে গোসাইপুর এলাকার রহিম বাদী মামলার সন্দেহজনক আসামি এবং যুবলীগ কর্মী। সদর থানার ওসি একেএম সাহাবুদ্দিন শাহীন বলেন, হাফিজুরকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। সে যুবলীগকর্মী কিনা যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হবে।