ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে সম্প্রতি সংঘটিত ভয়াবহ সংঘর্ষের ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার থাকায় নতুন কোনো সহিংসতা না ঘটলেও চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে ফার্মেসি ও অন্যান্য জরুরি পরিষেবা বন্ধ থাকায় অসুস্থ রোগীরা পড়েছেন চরম বিপাকে। সেনা-পুলিশের কঠোর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে শহরের অধিকাংশ ফার্মেসি এখনো বন্ধ রয়েছে। ফলে ওষুধ কিনতে না পেরে অনেকেই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এমনকি কিছু ফার্মেসি খুলে সেবা দিতে চাইলেও প্রশাসনের বাধার মুখে তা সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে। নবীগঞ্জ শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা মাসুদা বেগম জানান, “আমার স্বামী দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। প্রতিদিন ওষুধ না খেলে সমস্যা হয়। গত দুই দিন ধরে কোনো ওষুধ পাচ্ছি না।” একই অভিজ্ঞতার কথা জানান অ্যাজমা আক্রান্ত এক শিশুর বাবা রুবেল মিয়াও। “সকালে তিনটি ফার্মেসিতে গেছি, কোথাও তালা খোলা নেই,” বলেন তিনি। একই সঙ্গে শহরের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানপাটও বন্ধ থাকায় সাধারণ মানুষ পড়েছেন মানবেতর পরিস্থিতিতে। অনেকেই খাদ্য ও ওষুধ সংকটে ভুগছেন। এই অবস্থায় সাধারণ মানুষ, সামাজিক সংগঠন ও সচেতন মহল নবীগঞ্জ প্রশাসনের প্রতি ফার্মেসি ও জরুরি পরিষেবাগুলো শর্তসাপেক্ষে খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, “আইনশৃঙ্খলা রক্ষার কড়া অবস্থান থাকুক, কিন্তু রোগীর জীবন যেন অবহেলায় না ঝরে যায়।” বিশেষ করে ওষুধের মতো জীবনরক্ষাকারী পণ্য ও জরুরি চিকিৎসা সেবাকে বিপর্যয়ের বাইরে রাখার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আহ্বান জানান তারা।
স্থানীয় সচেতন মহলের দাবী, “প্রশাসনের নিয়ন্ত্রণে সীমিত আকারে ফার্মেসি খোলা রাখা সম্ভব। এতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হবে না, বরং জনভোগান্তি কিছুটা হলেও কমবে।”
গত সোমবারের সংঘর্ষে একজন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হওয়ার পরপরই শহরের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকে নবীগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি রয়েছে, যা চলবে বুধবার রাত ১২টা পর্যন্ত। শহরে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। ইতোমধ্যে ১৩ জনকে আটক করে ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছি।”
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন- ফার্মেসীসহ সকল জরুরী পরিষেবা খোলা থাকলে কোনো অসুবিধা নেই, তবে মানুষ জড়ো হতে দেয়া হবেনা, মানুষের নিয়মিত ঔষধ প্রয়োজন এই কারণে ফার্মেসী খোলা রাখা অত্যান্ত প্রয়োজন, যদি ফার্মেসী খুলতে গিয়ে সমস্যা হয়, উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহবান জানান তিনি। তবে স্থানীয়দের প্রশ্ন, শান্তি ফিরিয়ে আনার নামে যদি প্রাণ বাঁচানোই দুরূহ হয়ে দাঁড়ায়, তাহলে সেই কড়া নিয়ন্ত্রণ কতটা কার্যকর? প্রশাসনের প্রতি তাই এখনই মানবিক বিবেচনায় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ।