মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর হামলা চেষ্টা ॥ আটক ৩ বানিয়াচঙ্গের পৈলারকান্দি গ্রামে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ১৫ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাকে শুল্ক বৃদ্ধি মাধবপুরে শিল্পপতিদের হতাশা জিয়াউর রহমান ও তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হবিগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ ঢাকায় বিমান বিধ্বস্ত এর ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় গণঅধিকার পরিষদের দোয়া মাহফিল মিথ্যা ও হয়রানীরমূলক ধর্ষণ মামলার প্রতিবাদে বাদীর সংবাদ সম্মেলন বানিয়াচঙ্গে পাহারাদার রঙ্গিলা হত্যাকান্ডের ঘটনায় আটক ১ হবিগঞ্জ শহরে বিক্ষোভ নিজামপুরে বিএনপির জনসভায় জি কে গউছ ॥ বিএনপির নেতাকর্মীদের দ্বারা যেন ভিন্ন মতের, ভিন্ন ধর্মের মানুষ কষ্ট না পায় হবিগঞ্জ জেলা বিএনপির ৪ নেতার বিবৃতি ॥ নিরপরাধ লোকজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সাথে ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

সংবাদ সম্মেলনে অভিযোগ ॥ লাখাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের নির্যাতনের শিক্ষার এক স্কুল শিক্ষক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে আপন ছোট ভাইয়ের নির্যাতনের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষক। শুধু নির্যাতন নয়, ওই শিক্ষককে প্রাণনাশের হুমকিও দিচ্ছেন তার ছোট ভাই। গতকাল বুধবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন লাখাই স্বজনগ্রামের বাসিন্দা ও হাজী করিম হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুস সালাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন-শিক্ষকতা পেশা করে আমি আমার পরিবারকে নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছি। স্বজনগ্রাম মৌজার সাবেক দাগ নং-২৪৭৮ হাল দাগ নং-৩১৭৫, জে এল নং-৫০, খতিয়ান নং-৬২৪ মুয়াজি ২৯ চারা রকম ভূমি। এছাড়াও দাগ নং- ২৪৮০ এর ২২ শতক ভূমির ক্রয় সূত্রে মালিক আমি। বর্তমানে উক্ত ভূমির দলিল আমার নামে এবং ২০২৫ সাল পর্যন্ত খাজনা দিয়ে আসছি। কিন্তু আমার আপন ছোট ভাই শহিদুর রহমান ২৪৭৩ সাবেক দাগ এর ৩০ শতক পুকুর হাল দাগ নং-৩১৭০ জোর পূর্বক দখল করার জন্য পায়তারা করছে। অথচ তার উপযুক্ত কোন কাগজপত্র নেই। যদি আমার ভাই শহিদুর উপযুক্ত কাগজপত্র দেখাতে পারে তাহলে আমি ওই জমি তাকে স্বেচ্ছায় ছেড়ে দেব। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন-২০২৪ সালের ১৯শে জুলাই আমার ছোট ভাই শহিদুর এবং আপন ভাতিজারা আমার জায়গা দখল করতে যায়। এ সময় আমি বাধা দিলে তারা আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। হামলায় গুরুতর আহত হই আমি। আহত অবস্থায় প্রথমে আমাকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার অবস্থার অবনতি দেখে চিকিৎসক আমাকে আড়াই শয্যা বিশিষ্ট হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। সেখানে যাওয়ার পর কর্মরত চিকিৎসক আমার ডান পায়ের হাড় ভেঙ্গে যাওয়ায় ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে আমার পায়ে অপারেশন সম্পন্ন করা হয়। মাসেক খানেক সেখানে চিকিৎসা নিয়ে আমি বাড়িতে চলে আসি। পরবর্তীতে আদালতে আমার ভাইসহ ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। মামলা নং ০৯/৭৬, ২০২৪ইং। মামলা দায়েরের পর লাখাই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিসের বৈঠকের আয়োজন করেন। শালিসের বোর্ডের মাধ্যমে রায় প্রদান করে যে বিরোধপূর্ণ জায়গার প্রকৃত মালিক আমি। কিন্তু আমার ভাই শালিসের সিদ্ধান্ত অমান্য করে আবারও জায়গা দখলে গেলে আমিসহ আমার পরিবার গিয়ে বাধা দেই। এতে ক্ষিপ্ত হয়ে আমার ভাই দ্বিতীয় দফায় আবারও আমার উপর হামলা চালায়। এ সময় স্থানীয় মুরুব্বীয়ান এসে আমাকে তার কবল থেকে রক্ষা করেন। আমার জায়গা নিয়ে তার সাথে ৩ দফা শালিস বৈঠক হলেও সে কোন শালিসের রায় মানেনি। বরং আমাকে হত্যা করার জন্য ৪ বার আমার উপর হামলা করেছে। কিন্তু মহান আল্লাহ তালার অশেষ মেহেরবাণীতে আমি বেঁচে আছি। পরবর্তীতে আমি নিরুপায় হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট-১ আদালত হবিগঞ্জ বাদী হয়ে ৭ ধারাসহ সর্ব মোট ২টি মামলা তার বিরুদ্ধে করেছি। তারপরও শহিদুর রহমানের কাছ থেকে রক্ষা পাইনি আমি। এছাড়াও ৬ জন আসামি করে আরেকটি মিস মামলা করি। মামলার নং- ৫৪৮/ ২৫ ইং। এ মামলায় ১ নং আসামী ছফি রহমান (৪০)। তিনি আমার বিরুদ্ধে আদালতে চারটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আদালত এসব মামলার সততা না পেয়ে আমাকে খালাস করে দিয়েছেন। আমার উপর দায়েকৃত সকল মামলা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে এবং ৩টি মামলার রায় আদালত আমার পক্ষে দিয়েছেন। সহীদুর রহমান গত ১ জুলাই জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবর, আমার নামে মিথ্যা একটি লিখিত অভিযোগ করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে সমাজে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই অভিযোগ করেছেন তিনি। আমি একজন শিক্ষক মানুষ, সম্মান নিয়ে বাঁচতে চাই। কিন্তু শহিদুর গং আমাকে নানা ভাবে নির্যাতন করছেন এবং হত্যার চেষ্টা করছেন। তারা যে কোন সময় আমাকে হত্যা করতে পারেন। কোন দুর্ঘটনায় জনিত কারণে আমার মৃত্যু হলে তার জন্য দায়ী হবেন শহিদুর গং। শহিদুর গংদের কাছ থেকে রক্ষার জন্য সাংবাদিকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছেন শিক্ষক আব্দুস সালাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com