সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে সন্ধ্যায় মাঘের কয়েক পশলা বৃষ্টি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৪১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ খনার বচনে আছে-“বর্ষে যদি মাঘের শেষ, ধন্য রাজার পূণ্য দেশ”। এখনো মাঘের শেষ নয়। মাঘ সবে শুরু হয়েছে। গতকাল ছিল মাঘ মাসের ৭ তারিখ। তবে মাঘ মাসে বৃষ্টির দেখা পাওয়া অনেকটা বিরলই। ‘মাঘে মেঘে দেখা’ বলেও একটা প্রবাদ চালু আছে বাংলায়। এ মাসে বৃষ্টি শষ্য উৎপাদনের জন্য সুফল বয়ে আনে। গতকাল বুধবার ভোরে এবং হবিগঞ্জে সন্ধ্যায় মাঘের কয়েক পশলা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সারাদিন শহর জোরে হিমেল হাওয়া বইছিল। মাঘ মাসের বৃষ্টিকে মঙ্গলজনক মনে করা হলেও গতকালকের বৃষ্টিতে বিপাকেও পড়েছেন অনেকেন। বৃষ্টিতে শহরের অনেক সড়ক হয়ে পড়েছে কর্দমাক্ত। যারা শীতের গরম কাপড় না নিয়ে দৈনন্দিন কাজের উদ্দেশ্যে বের হয়েছেন তাদেরকে আকস্মিক বৃষ্টির কারণে তারাও বিপাকে পড়েছেন। বিশেষজ্ঞদের মতে, মাঘের শেষে বৃষ্টির সঙ্গে শষ্যের ধারণাটিকে বিদূষী খনা চমৎকারভাবে রাষ্ট্রশাসন এবং দেশের সুঅবস্থার সঙ্গে সম্পৃক্ত করেছেন। একটি রাজ্যে শষ্যের উৎপাদন ভালো হলে দেশের মানুষ খেয়ে পড়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে এবং রাজার সুশাসনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সেই রাজাই ধন্য যিনি এমন পুণ্য দেশের শাসক।
বহুকাল ধরে মানুষ বিশ্বাস করে আসছে, মাঘের শেষে বৃষ্টি দেশে সুশাসনের লক্ষণ। এমনটি প্রতিফলিত হয়েছে যুগ-যুগান্তরে।
বয়োবৃদ্ধ অনেকে মাঘ মাসে এই বৃষ্টিপাতকে দেখছেন ভাল লক্ষণ হিসেবে। জমির ফসল উৎপাদনের জন্য এই বৃষ্টিকে খুবই প্রয়োজনীয় হিসেবে বিবেচনা করেন অনেক। এখন বোরো ধানের বীজ বপণের সময় চলছে। এ সময়ে বৃষ্টি কৃষকের জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com