মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৮:৪৭ অপরাহ্ন

বিশ্বজিত হত্যাকান্ডের রায় বাস্তবায়নের জোর দাবি মাধবপুরের সুশীল সামজের

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৩
  • ৪৩৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ নিরীহ পথচারী পুরান ঢাকার দর্জি দোকানি বিশ্বজিত দাশকে প্রকাশ্যে জনসমক্ষে নির্মমভাবে পিটিয়ে-কুপিয়ে হত্যার দায়ে ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে মৃত্যুদণ্ড এবং ১৩ নেতাকর্মীকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়ায় হবিগঞ্জ জেলার মাধবপুরের সুশীল সমাজ তাদের প্রতিক্রিয়ায় দ্রুততম সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। গত বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হক চাঞ্চল্যকর ও ইতিহাসের জঘন্যতম বিশ্বজিত হত্যা মামলার এ রায় ঘোষনা করেন। রায় শুনার সঙ্গে সঙ্গেই মাধবপুরের শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন তাদের প্রতিক্রিয়ায় এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে রায় কার্যকরের দাবি জানান। উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খোকা মিয়া জানান, জনসমক্ষে একজন নিরীহ লোককে এভাবে কুপিয়ে হত্যার দৃশ্য কখনো চোখে দেখিনি। খুনিদের রায় দ্রুত বাস্তবায়ন করা হোক। মুক্তিযোদ্ধা কমান্ডার নায়েব সুবেদার অবঃ নায়েব আলী, সুকোমল রায়, সাবেক সেনাসদস্য আবুল ফয়েজ, কলেজ অধ্যক্ষ মোহন মিয়া, আলী আজগর, কলেজ শিক্ষক মহিউদ্দিন, আব্দুল হাই, কাওছার আহমেদ, ব্যবসায়ী বিপুল রায়, রাজনৈতিক আব্দুল কুদ্দুছ চকদার মাখন, আক্তার হোসেন মনির, ডাঃ এনামুল হক শাহরাজ, আজহার উদ্দিন ভূইয়া, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি আমীর মাহমুদ ভূঁইয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন একই প্রতিক্রিয়া ব্যক্ত করে নৃশংস এই হত্যাকান্ডের রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকরের জোর দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com