স্টাফ রিপোর্টার ॥ লাখাইর বামৈ অমৃত মন্দির আশ্রমে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী বিশ্বশান্তি উৎসব পরিদর্শন করেছেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। আশ্রমের অধ্যক্ষ শংকর চৈতন্য ব্রম্মচারীর আমন্ত্রনে গতকাল বুধবার বিকেলে মেয়র জি কে গউছ উৎসব পরিদর্শনে যান। এ সময় অধ্যক্ষ শংকর চৈতন্য ব্রম্মচারী ও সাধারণ সম্পাদক আশিষ রায় সহ উৎসব উৎযাপন কমিটির নেতৃবৃন্দ মেয়র জি কে গউছকে স্বাগত জানান। পরে উৎসবের সকল ভক্তবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র জি কে গউছ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন- লাখাই থানা বিএনপির সভাপতি এডঃ সালেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান আগা মিয়া, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা, মাহফুজ্জামান চৌধুরী, জেলা যুবদল সভাপতি আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, হবিগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, লাখাই থানা যুবদলের সভাপতি শাহ আলম গোলাপ, সাধারণ সম্পাদক আরিফ আহমেদ রুপম, থানা কৃষকদলের সভাপতি এম আর জুনায়েদ, সাধারণ সম্পাদক তাউছ মিয়া ও থানা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন চৌধুরী।