শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

‘স্যারোক ছাড়ি না দিলে উত্তরবঙ্গ অচল করি দেমো’

  • আপডেট টাইম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩
  • ৩০৯ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে এখন রংপুর উত্তাল। বিক্ষুব্ধ নেতাকর্মীদের সঙ্গে যোগ হয়েছেন সর্বস্তরের মানুষ। গতকাল দুপুরে বিশাল বিক্ষোভ শেষে সমাবেশে স্থানীয় জেষ্ঠ্য নেতারা ১৬ ডিসেম্বরের মধ্যে এরশাদকে মুক্তি না দিলে ১৭ ডিসেম্বর থেকে রংপুরসহ উত্তরাঞ্চলে লাগাতর অবরোধ এবং অবস্থান করার হুমকি দিয়েছেন। এছাড়াও মনোনয়নপত্র প্রত্যাহার করলেও তা গ্রহণ না করাকে ‘তামাশা’ উল্লেখ করে নেতারা একতরফা নির্বাচন প্রতিহতেরও ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত রংপুরে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের বিবৃতির পর আন্দোলনে নামার চূড়ান্ত সিদ্ধান্ত নেত জেষ্ঠ্য নেতারা। প্রাথমিক পদক্ষেপ হিসেবে এরশাদকে মুক্তি এবং বিদেশে পাঠিয়ে দেয়ার পরিকল্পনা থেকে সরকারকে সরে আসার দাবি শনিবার দুপুরে বিশাল বিক্ষোভ ও সমাবেশ করে জাতীয় পার্টি। বেলা সাড়ে ১২টায় মিছিল নগরীর সেন্টাল রোডের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে সমাবেশ করে। এ সময় এরশাদ আটক কেন, শেখ হাসিনা জবাব দে, এরশাদের কিছু হলে, সারা বাংলা অচল হবে, অবৈধ নির্বাচন মানি না মানবো নাসহ নানান সরকার বিরোধী শ্লোগানে প্রকম্পিত হয়ে উঠে রংপুরের রাজপথ। সবখানেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এরই মধ্যে পায়রা চত্বরের সমাবেশে পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রবীণ রাজনীতিবিদ সাবেক এমপি করিম উদ্দিন ভরসা আঞ্চলিক ভাষায় ঘোষণা করেন, হামার স্যার একতরফা ভোটত যাবান নয়, আর স্বৈরাচার সরকার তাক ছাইরবার নয়। এবার আন্দোলন কাক্ কয় বুজি দেমো। স্যারোক ছাড়ি না দিলে উত্তরবঙ্গ অচল করি দেমো। হামরা সেজন্য প্রস্তুত আচি। প্রেসিডিয়াম সদস্য এবং রংপুর জেলা ও মহানগর সভাপতি সাবেক এমপি মসিউর রহমান রাঙ্গা বলেন, সবাই বলে এরশাদ স্যার স্বৈরাচার, আর ভোট আসলে উনি হন দুই নেত্রীর আমের আচার। কারণ উনারা জানেন এরশাদ স্যার যেদিকে যান সেদিকেই সরকার গঠন হয়। ১৯৯৭ সালেও আওয়ামী লীগ এরশাদ স্যারকে আটক করে রেখেছিল। রংপুরের মানুষের গণআন্দোলনের মুখে তাকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল তখন আওয়ামী লীগ। আমরা আন্দোলন করেই এবারো স্যারকে মুক্ত করে আনবো। তিনি ঘোষণা করেন, আপনারা লাঠি নিয়ে প্রস্তুত থাকুন। বঙ্গবন্ধুর মতো আমিও ঘোষণা করছি, আপনাদের যার যা আছে তা নিয়েই প্রস্তুত থাকুন। কর্মসূচি দেয়া মাত্রই পাড়া-মহল্লা, জেলা-উপজেলা, নগর-বন্দর, ইউনিয়ন-ওয়ার্ড সবখানেই লাঠি নিয়ে মিছিল বিক্ষোভ সমাবেশ করে রাস্তায় অবস্থান নিবেন। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে স্যারকে মুক্তি দেয়া না হলে লাগাতার অবরোধ করা হবে। রাজপথ, রেলপথসহ সমস্ত জায়গায় অবস্থান নেয়া হবে। সারা বাংলা অচল করে দেয়া হবে। রংপুরের জেষ্ঠ্য নেতাদের গ্রেফতার করা হতে পারে আশংকা প্রকাশ করে রাঙ্গা বলেন, স্যার যেহেতু আটক হয়েছে তাই আমি, করিম  ভরসা, নান্টু, কাদেরীসহ সব নেতাকে আটক করা হতে পারে। আমরা গ্রেফতার হলে তো নির্দেশ দিতে পারবো না। তাই এখনই নির্দেশ দিয়ে রাখলাম। আমরা গ্রেফতার হলে আপনারা কর্মীরা নিজেরাই নেতা হিসেবে নির্দেশ দিয়ে আন্দোলন চালিয়ে যাবেন। রাঙ্গা সরকারের কঠোর সমালোচনা করে বলেন, রংপুরের আসনগুলো থেকে স্যারসহ আমরা মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি। কিন্তু সরকার আমাদেরকে প্রত্যাহার করেননি। এটা এক ধরনের তামাশা এবং ব্যক্তির অধিকার হরণ। আপনারাও বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, আপনাদের বুঝতে হবে যে মহাজোট পাঁচ বছরে আমাদের মাত্র একজন মন্ত্রী দিল। তারা আবার রাতারাতি ভালো হয়ে কয়েকদিনের জন্য কেন ছয়জন মন্ত্রী দিয়েছে। আসলে এর মাধ্যমে তারা একতরফা নির্বাচন আমাদেরকে দিয়ে জায়েজ করতে চাইছে। তাই এই প্রহসনের নির্বাচনে স্যার না যাওযার ঘোষণা দিয়েছেন। আমরাও যাবো না। এই অবৈধ নির্বাচন আমরা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবো। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন-জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী, পীরগাছা উপজেলা চেয়ারম্যান ও সভাপতি আবু নাছের শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান, জাতীয় যুব সংহতির জেলা সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি হাসানুজ্জামান নাজিম, মহানগর সভাপতি শাহাদত হোসাইন, সেক্রেটারি ইউসুফ আলী, ছাত্রসমাজের জেলা সভাপতি, নাজমুল হুদা লাভলু, সেক্রেটারি আশরাফুল হক জবা, সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ দীপ, মহানগর সভাপতি সাইফুল ইসলাম রিপন, সেক্রেটারি সোবহান মুজিব বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি শামীম চৌধুরী, তরুণ পার্টির আহ্বায়ক লাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com