রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। গতকাল শনিবার সকালে ও শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে এই পরিমাণ মদ জব্দ করা হয়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকালে মাধবপুর উপজেলার জামালপুর এলাকা থেকে ৯৯ হাজার টাকা মূল্যের ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করেন কর্পোরাল সাইদুরের নেতৃত্বে একদল জোয়ান। এছাড়া শুক্রবার মনতলা বিওপির অধিনায়ক সুবেদার মেজবাহ এর নেতৃত্বে রামনগর থেকে ২৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বিকালে একই বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে বিজিবি টহল দল মনতলা তেমুনিয়া এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে।