শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আগুয়া গ্রামে ৩ খুনের ঘটনায় ১শ জনকে অভিযুক্ত করে মামলা শহরে পুলিশ সুপারের নেতৃত্বে অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান ॥ জরিমানা আদায় হবিগঞ্জ গভঃ হাই স্কুল এলামনাই এসোসিয়েশন গঠন কল্পে আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়কদের পরামর্শ সভা নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়নে ভোট বর্জনে বিএনপির লিফলেট বিতরণ হবিগঞ্জ পৌরসভার প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা জাতীয় ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় সারা দেশে তৃতীয় হয়েছে হবিগঞ্জ আহ্ছানীয়া মিশন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র জনসেবাকে ইবাদত হিসাবেই গ্রহন করেছি-সৈয়দ মোঃ শাহজাহান শিক্ষিকা আত্মহত্যার প্ররোচনায় মামলা হলেও ২৪ ঘন্টাও গ্রেফতার নেই আসামি শহরের উত্তর শ্যামলীতে কুকুর নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা ॥ আটক ১ প্রাইমারী শিক্ষিকার লাশ উদ্ধারের ঘটনায় ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নবীগঞ্জে ছাত্রদলের বিলেমঘাভ সমাবেশে শেখ সুজাত এমপি বর্তমান জালেম সরকারের পতন সময়ের ব্যাপার মাত্র

  • আপডেট টাইম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ৩২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি বলেছেন, নেতৃবৃন্দকে গ্রেফতার করে বর্তমান জালেম সরকার তার পতন ঠেকাতে পারবেনা। দমন পীড়ন যতই বাড়বে আন্দোলন আরো তীব্রতর হবে। এই সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। এটা এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে কারাবন্দি নেতৃবৃন্দকে মুক্ত করাসহ বর্তমান অবরোধ কর্মসূচিকে সফল করে তোলার মাধ্যমে সরকারের সমস্ত নিবর্তনমূলক কর্মকান্ডের জবাব দিতে হবে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও সহ-সভাপতি আনোয়ার হোসেন টিপুর মুক্তির দাবীতে আজকের হরতালের সমর্থনে গতকাল সন্ধ্যায় নবীগঞ্জ নতুন বাজার মোড়ে থানা, পৌর ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল পরবর্তী এ সমাবেশে সভাপতিত্ব করেন থানা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন। থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েলের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, থানা বিএনপি নেতা মুর্শেদ আহমদ, থানা যুবদলের সভাপতি এটিএম সালাম, পৌর যুবদলের আহবায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, থানা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান লেবু, থানা যুবদলের সহ-সভাপতি আব্দুর রকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, থানা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জিতু মিয়া সেন্টু, শাহীদ আহমেদ তালুকদার, তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজিল আহমদ চৌধুরী, থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ আবুল কাশেম, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান জুয়েল, নবীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ, দুলাল আহমেদ, জুনেদ আহমদ প্রমুখ। সমাবেশের পূর্বে হরতালের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com