সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বিপুল পরিমান নিষিদ্ধ জিনসেন পানীয় ও নিমকি ধ্বংস করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান রুমান, এ এইচ এম আরিফুল ইসলাম, একরামূল সিদ্দিক ও হাসান মারুফ এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের ঘাটিয়া এলাকার লাইসেন্স না থাকায় ও নোংরা পরিবেশে মিষ্টি বিক্রির অভিযোগে লক্ষি নারায়ন মিস্টান্ন ভান্ডারকে ৫ হাজার এবং ওজনে কম দেয়ায় বাদল এন্ড ব্রাদার্স এবং জননী ভান্ডারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিকে চুনারুঘাট পৌর এলাকার দুটি কাপড়ের দোকান, দুটি রড সিমেন্ট এর দোকান এবং একটি রেস্টুরেন্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও কাশবন নামে একটি দোকান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পানীয় জিনসেন এবং বাসী নিমকি জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত চুনারুঘাট শহরে রাস্তার পাশে ট্রাক থেকে মালামাল আনলোড করায় একটি ট্রাককে ২শ টাকা জরিমানা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com