সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

রোদ না বৃষ্টি ঃ খবর জানাবে ছাতা

  • আপডেট টাইম রবিবার, ১৯ এপ্রিল, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ প্রকৃতির ভারসাম্যের জন্য রোদ-বৃষ্টির প্রয়োজন। তবে তা তো আর বলে কয়ে আসে না। সারাক্ষণ হাতে বা ব্যাগে ছাতা নিয়ে ঘুরে বেড়ানোটা বেশ কষ্টকর আর ঝামেলা বটে। তবে যদি রাস্তায় বের হওয়ার কয়েকদিন আগে থেকেই পূর্বাভাস জানা যায়, সে ক্ষেত্রে কষ্ট এবং ঝামেলা অনেকটাই কমে যাবে। কিসা তেরি করেছে এমন একটি স্মার্ট ছাতা যা আপনাকে ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস জানাবে। সেই সঙ্গে এই ছাতা হারিয়ে যাওয়ারও সম্ভবনা নেই। কারণ এর সঙ্গে রয়েছে একটি ব্লুটুথ চিপ যা যুক্ত থাকবে আপনার স্মার্টফোনের সঙ্গে। ৭৩ ডলারের এই ছাতায় থাকবে একটি বাতি। কোথাও ছাতা ফেলে গেলে বাতিটি জ্বলে উঠবে এবং আপনার স্মার্টফোনে সেই সংকেত পৌঁছে যাবে। বাতিটি জ্বলবে ব্যাটারির সাহায্যে, টানা ছয় মাস কাজ করবে এর ব্যাটারি। ছাতাটিকে বৃষ্টি এবং ঝড়ো বাতাস প্রতিরোধে মজবুত করে তৈরি করা হয়েছে। কিসার প্রকৌশলীরা ঘণ্টায় ১২০ মাইল বেগের দমকা বাতাসে ছাতাটি পরীক্ষা করে দেখেছেন এটি মোটেই ভাঙার বা মচকানোর জিনিস নয়।
ছাতা হারিয়ে গেলে সেটি কোথায় আছে, খুঁজে বের করার জন্য স্মার্টফোনে আপনাকে একটি ট্র্যাকিং ম্যাপ পাঠাবে স্মার্ট ছাতা। ছাতাটি নকশা করেছেন গোরান ক্যানডরলিক। ছাতা আরো উন্নত সংস্করণের কাজ নিয়ে ব্যস্ত আছেন গোরান। যেসব ছাতা ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করতে পারবে। স্মার্ট এই ছাতাগুলোর সঙ্গে থাকছে তিন বছরের ওয়ারেন্টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com