সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কয়েক ঘন্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১টা থেকে আড়াইটার মধ্যে।
P1 copyহাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাহুবল উপজেলা সদরসহ আশপাশ এলাকায় গতকাল বুধবার বেলা ১টার দিকে পাগলা কুকুর মারমুখী হয়ে উঠে। কুকুরটি যাকে সামনে পেয়েছে তাকেই আক্রমন করে। বেলা আড়াইটা পর্যন্ত ওই কুকুরের কামড়ে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৩জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসা গ্রহণকারীরা হলেন- বাহুবল গ্রামের মোশাহিদ মিয়ার কন্যা তাহমিনা (১০), মানিকপুর গ্রামের আব্দুর রেজাকের পুত্র হাবিবুর রহমান (১৫), ইসলামাবাদ আবাসিক এলাকার অলিউর রহমানের পুত্র সাইদুল হাসান (২০), বাহুবল গ্রামের ফারুক আহমেদ-এর পুত্র অপু (৮), মধুপুর চা বাগানের নন্দিনি পাল (১৪), বাহুবল গ্রামের ছিদ্দেক আলীর পুত্র সজিব (৮), গুচ্ছগ্রামের হেলিম উল্লার মৌসুমী আক্তার (১১), হামিদনগর এলাকার ফয়ছল আহমেদ সুহেল (সৃজন বিদ্যাপিঠের পরিচালক)-এর কন্যা ছাদিয়া (৬), ইসলামাবাদ আবাসিক এলাকার হিরা মিয়ার পুত্র আনহার (১৪), বাহুবল গ্রামের ফারুক আহমেদ-এর পুত্র নাঈম আহমেদ (১৩), একই গ্রামের তুরাব আলীর পুত্র আরজু মিয়া (৪০), ইসলামাবাদ আবাসিক এলাকার মৃত মকলিছ মিয়ার কন্যা মারজানা আক্তার (১৪) ও শংকরপুর গ্রামের নূর মিয়ার পুত্র লাদেন (১২)। আহতদের প্রায় সবার হাত, কোমড় ও পিঠে কামড়ের আঘাত দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com