সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ ভাজপত্রের মোড়ক উন্মোচন

  • আপডেট টাইম রবিবার, ২৯ মার্চ, ২০১৫
  • ৪৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী সম্পাদিত ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ শীর্ষক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান গতকাল শুক্রবার বিকেলে নবীগঞ্জ পৌরসভা অফিসের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন। কবি সংসদ বাংলাদেশ, হবিগঞ্জ জেলা শাখার সভাপতি কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী’র সভাপতিত্বে এবং কবি মোঃ মাওঃ ইব্রাহীম মিয়া’র উপস্থাপনায় প্রধান আলোচক ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদের সহ-সভাপতি কবি হাবিবুর রহমান চৌধুরী শামীম। এতে বিশেষ অতিথি ছিলেন, কবি কোকিল দাশ, প্রধান শিক্ষক গীতিকার মোঃ আব্দুস সালাম, কবি মোঃ গোলাম কিবরিয়া, নবীগঞ্জ পৌরসভার সচিব এম. আমিনুল ইসলাম, হাসনা হেনা, প্রকৌশলী ফরিদ আহমেদ, মেছবা উদ্দিন, গীতিকার আলী আমজাদ মিলন, কবি এম. এ ওয়াহিদ লাভলু, কবি উত্তম কুমার পাল হিমেল, প্রণব দেব ও শিক্ষক গীতেন্দ্র দাশ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ গোলাম রহমান লিমন, কবি রংধনুরাজ মিল্টন, কবি মুহাম্মদ হৃদয়-রাজ রহমান শাওন, তৌহিদ চৌধুরী, মোঃ ওবায়দুর রহমান সাইদুর, মোঃ রাজু মিয়া, কবি মোঃ সাইফুল ইসলাম সারং প্রমুখ। কবিতা আবৃত্তি করেন- কিশোর সুমন, পূজা বণিক ও স্বর্ণা বণিক। শিশু-কিশোরদের মধ্যে বক্তব্য দেন- নূসরাত ইয়াসমীন শিমু ও ইফতি। শিশু-কিশোরদের মধ্যে কবিতা আবৃত্তিতে অংশ গ্রহণ করেন- সারা মাহ্জুবা, আরিয়ান উদ্দিন আহমেদ, আরিশান উদ্দিন আহমেদ, নাফিছা ইসলাম চৌধুরী, নাহিয়ান হোসেন চৌধুরী, শেখ জান্নাতুল মাহ্জাবিন মাওয়া, ইস্নোভা তাবাসুম মাহি, আলিশা তাবাসুম অনন্যা, কাব্যজ্যোতি দাশ, ইসরাত জাহান ইমু, ইফতি, নূসরাত ইয়াসমীন শিমু, জুবায়ের ইবনে পিয়াস, আদিব আহমেদ, সোনেম শাহরিয়া রিদওয়ান, জাফরুল ইসলাম আপন, সালমা ফারিহা প্রমি, তরিকুল ইসলাম শ্রেষ্ঠ প্রমুখ। শেষে বাউল সংগীত পরিবেশন করেন বয়াতি মোঃ দুধু মিয়া ও বাউল-শিল্পী এওলা মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com