সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে চা শ্রমিকদের সংঘর্ষে ৪ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরের নোয়াপাড়া চা বাগানের পানি সরবরাহের পাইপের ফ্লাগ চুরির ঘটনাকে কেন্দ্র করে হামলায় ৪ চা শ্রমিক আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাদের মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া চা বাগানের  শিকারী বাড়ী এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার নরেশ বাউরির ছেলে মিহির বাউরী ওই বাগানের ১৬নং সেকশনে পানি সাপ্লাইয়ের শ্রমিক হিসেবে কাজ করে। শুক্রবার কোন এক সময় ওই এলাকার সাপ্লাই পাইপের ২টি ফ্লাগ চুরি হয়ে যায়। এ ব্যাপারে মিহির বাউরী পার্শ্ববর্তি বাড়ীর অরুন তেলেঁঙ্গা (৪৩), জুতিশ তেলেঁঙ্গা (৩০), মিঠুন তেলেঁঙ্গা (২৯), বচন তেলেঁঙ্গা (২৭), রনজন তেলেঁঙ্গা (২৬) ও জালিম তেলেঁঙ্গাকে (৩৫) সন্দেহ করলে তারা মিহিরকে তাদের বাড়ীতে বেঁেধ রাখে। খবর পেয়ে মিহিরের লোকজন তাকে ছারিয়ে আনতে গেলে উল্লেখিতরা তাদের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় মিহির বাউরী (৩০), অজিত বাউরী (৩২), দুলাল বাউরী (৩৫), লিটন বাউরী (৪০) আহত হয়। স্থানীয় ইউপি সদস্য শ্যামল চন্দ্র ভোনার্জি জানান বিষয়টি শালিস বৈঠকে নিস্পত্তির চেষ্টা ব্যর্থ হলে মিহিরের পক্ষ থেকে উল্লেখিত ৬জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, সংঘর্ষের সময় লিটন বাউরীর ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com