বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ওলিপুরে প্রাণের চিপস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ॥ কোটি টাকার ক্ষতি নাছিরনগরে কাজ করতে গিয়ে মাধবপুরে ৩ শ্রমিক নিহত শায়েস্তাগঞ্জে আটক প্রেমিক যুগল পুলিশ হেফাজতে দেশে ফিরলেন এমপি আবু জাহির ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলেয়া আক্তার চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার চুনারুঘাটে নোহা উল্টে শিশু নিহত ॥ হাসপাতালে মা নবীগঞ্জে উপ-নির্বাচনে বিজয়ী ইউপি সদস্য আব্দুল মোমিনের শপথ গ্রহন আজমিরীগঞ্জে গরুর ঘাস কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০ পবিত্র ওমরাহ পালন শেষে পৌরসভায় ফিরেছেন মেয়র আতাউর রহমান সেলিম নবীগঞ্জের প্রবীণ মুরুব্বি ফজল মিয়ার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

প্রয়োজনে খালেদাকেও গ্রেপ্তার বললেন আইন প্রতিমন্ত্রী কামরুল

  • আপডেট টাইম সোমবার, ১১ নভেম্বর, ২০১৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ হরতালে ‘নৈরাজ্য’ অব্যাহত রাখলে বিএনপির শীর্ষ নেতাদের মতো বিরোধীদলীয় নেতাকেও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ার করে দিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, হরতাল দিয়ে মানুষ মারলে বা নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে। দেশের মানুষের জানমাল রক্ষার স্বার্থে খালেদা জিয়াকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ হুশিয়ারি দেন। বঙ্গবন্ধু একাডেমি এই আলোচনা সভার আয়োজন করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময়  বিএনপি নেতাদের গ্রেপ্তারের যৌক্তিকতা ব্যাখ্যা করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় জানমাল রক্ষার দায়িত্ব সরকারের, কিন্তু বিরোধী দল এ জানমালের জন্য হুমকিস্বরূপ। বিভিন্ন বক্তব্যে তারা নাশকতা ও উস্কানির ইন্ধন, পরিকল্পনা জুগিয়েছেন। পৃষ্টপোষকতা করেছেন। সে কারণে সরকার বাধ্য হয়েই তাদের গ্রেপ্তার করেছে।’ প্রসঙ্গত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুই সপ্তাহে তিন দিন করে ছয় দিন হরতালের পর শুক্রবার বিকালে আরো ৭২ ঘণ্টার হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই ঘোষণার পরপরই গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় ও বাসা ঘিরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাতে কারওয়ানবাজার থেকে গ্রেপ্তার হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া। এরপর মধ্যরাতে গুলশানে গ্রেপ্তার হন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ব্যবসায়ী নেতা আবদুল আওয়াল মিন্টু এবং খালেদা জিয়ার বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস। শনিবার এই পাঁচজনকে দুই মামলায় আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়। শীর্ষ নেতারা গ্রেপ্তার প্রতিবাদে বুধবারও হরতালের ঘোষণা দেয় বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com