স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তিকে সামনে রেখে ওই বিদ্যালয়ে ১৯৮৬ ব্যাচের ছাত্র-ছাত্রীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদে ওই ব্যাচের ছাত্র লন্ডন প্রবাসী গীতিকার জাহাঙ্গীর আলম রানা’র বাসভবনে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের আইনজীবি ভিডি নিউটন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, দৈনিক বিবিয়ানার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক রুপেশ চন্দ্র দাশ, বানিয়াচং জুনাব আলী কলেজের প্রভাষক শিরিন আক্তার, নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, লন্ডন প্রবাসী খুর্শেদ আলম বকুল, মাধবপুর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিল্পী নাথ, বাজে সোনাইত্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় দাশ, ছৈইটপুর বারৈইকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান চৌধুরী নীলু, ব্যবসায়ী শংকর রায়, ব্যবসায়ী রাজীব ভট্রাচার্য্য, গীতিকার শামছুল হক খেলা, ব্যবসায়ী গুলজার আহমেদ প্রমুখ।