শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরের বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের অভিযান প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি কালিয়ারভাঙ্গায় ঘটনাস্থলে না থেকেও প্রবাসীসহ ৪ ব্যক্তি আসামি হওয়ায় ক্ষোভ শহরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় আটক ৫ ॥ মালামাল উদ্ধার বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে দায়িত্ব গ্রহণ ॥ দুর্নীতিমুক্ত জেলা পরিষদ গঠনের ঘোষণা দিলেন আলেয়া আক্তার হবিগঞ্জের শিরিষ তলায় খেলাঘরের বর্ষবরণ মাধবপুরে বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বানিয়াচঙ্গে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন মাধবপুরে খামারীদের নিয়ে আলোচনা সভা হাছান মাহমুদের সঙ্গে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ॥ ঢাকায় গ্রিসের দূতাবাস স্থাপন ও জনশক্তি রপ্তানি নিয়ে আলোচনা

বানিয়াচংয়ে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠন ॥ আমীর হুসেন সভাপতি আবু সালেহ সেক্রেটারী

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষক, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হুসেন মাষ্টারকে সভাপতি ও বাংলা একাডেমীর গবেষক, কবি, সাহিত্যিক আবু সালেহ আহমদকে সাধারণ সম্পাদক করে বানিয়াচংয়ে ভূপর্যটক রামনাথ বিশ্বাসের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকালে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। আমীর হুসেন মাষ্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ রামনাথ বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস সজল, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, প্রবীণ শিক্ষক কবির মিয়া, বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, জাতীয় পার্টির নেতা এসএম আলী আক্কাছ, হাবিবুর রহমান, সাবেক জাসদ নেতা মিনহাজ উদ্দিন লেচু প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে গঠিত রামনাথ বিশ্বাস জন্মবার্ষিকী উদযাপন কমিটির অন্যান্যরা হলেন সহ-সসভাপতি এডভোকেট সুদীপ কান্তি বিশ্বাস সজল, মিজানুর রহমান খান, বিপুল ভূষণ রায়, এসএম আলী আক্কাছ, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু রঞ্জন কর, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান, সম্মানীত সদস্য গোলাম কিবরিয়া লিলু, আখলাক হোসেইন খান খেলু, মিনহাজ উদ্দিন লেচু, আবু মোতাহের লেচু, মোঃ কবির মিয়া মাষ্টার, ফরহাদ হোসেন বকুল, শ্যামা প্রসাদ বিশ্বাস রতন, কাজল চ্যাটার্জী, ইমদাদুল হোসেন খান, ভানু চন্দ্র চন্দ, আসাদুর রহমান খান, নকিব ফজলে রকিব মাখন, মতিউর রহমান মুতি, কাউসার আহমেদ, আক্তার মিয়া, টিপু চৌধুরী, রনজয় দাশ বাপ্পী, সাধারণ সদস্য এডভোকেট আবুল আজাদ, এডভোকেট কনক জ্যোতি সেন রাজু, গৌরাঙ্গ চন্দ্র দেব, আমির মিয়া, কাজী নোমান উদ্দিন মনু, আলাউদ্দিন মাষ্টার, দিলীপ নারায়ন রায়, সাহেদ মাষ্টার, এসএম জয়নাল আবেদীন, বদরুল আলম সুমন, প্রীতেশ বিশ্বাস পিন্টু, আল-আমিন মিয়া, আশরাফুল কবির, রুহুল আমিন ও গীতিকার রাসেল আহমেদ। উল্লেখ্য, বাইসাইকেলে বিশ্ব ভ্রমণকারী ভূপর্যটক রামনাথ বিশ্বাস ১৮৯৪ খ্রিস্টাব্দের ১৩ জানুয়ারী বানিয়াচং সদরের বিদ্যাভূষণপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৫ খ্রিস্টাব্দের ১ নভেম্বর তিনি ভারতে মৃত্যুবরণ করেন। আগামী ১৪ ফেব্র“য়ারী বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে তাঁর ১২১তম জন্মবার্ষিকী উদযাপনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com