মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নোয়াপাড়া সাহেব বাড়ি গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় আল মোবারাকা পরিবহনের এক সুপারভাইজার নিহত হয়েছেন।
গতকাল বুধবার দুপুরে সাড়ে ১২টার দিকে সিলেটগামী (ঢাকা মেট্রো ঢ-৪১-০২৮৫) একটি খালি তেলবাহী লরির পেছনে (ঢাকা মেট্রো ব-১২-৪০৬৩) আল মোবারাকা বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে গুরুতর আহত হয়ে বাসের সুপারভাইজার সৈয়দ আশরাফুজ্জামান ফয়সল (৪৭) ঘটনাস্থলেই মারা যান। ািনহত ফয়সল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা সৈয়দ জামানের ছেলে।