স্টাফ রিপোর্টার ॥ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক-জুয়াসহ সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও যানজট কমাতে পুলিশ সুপার (এসপি) মোছা. ইয়াছমিন খাতুনের নির্দেশনায় হবিগঞ্জ শহরসহ বিভিন্ন উপজেলায় ট্রাফিক-পুলিশের চেকপোষ্ট বসিয়ে তল্লাশী শুরু হয়েছে। গতকাল শুক্রবার শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে শহরের কোর্ট স্টেশন বাইপাস সড়ক, কামড়াপুর, সার্কিট হাউজ, বানিয়াচং, নবীগঞ্জ-শায়েস্তাগঞ্জ, বিভিন্ন উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো ট্রাফিক পয়েন্ট, থানা পয়েন্ট, হবিগঞ্জ রোড, শেরপুর রোড, বানিয়াচং রোডসহ বিভিন্ন স্থানে অভিযান চলছে।
অভিযানে অবৈধ নাম্বারবিহীন ও কাগজপত্রবিহীন মোটরসাইকেল, হেলমেট ছাড়া চালক, সাউন্ড সিস্টেম ব্যবহারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি শব্দ দূষণ প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টিআই রাশেদুল ইসলাম বলেন, “এসপি মহোদয়ের কড়া নির্দেশনায় নিয়মিত মামলা দেওয়া হচ্ছে। শব্দ দূষণকারী সাউন্ড সিস্টেম নিয়ন্ত্রণেও বিশেষ অভিযান চলছে।” সড়কে অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদেও নিয়মিত অভিযান অব্যাহত আছে। এসব কার্যক্রমে নগরবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রাতে পুলিশ সুপার মোছা. ইয়াসমিন আক্তার শহরের বিভিন্ন এলাকায় চেকপোষ্ট পরিদর্শন করেন এবং তাদেরকে অপরাধ নির্মূলে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি জানান, অভিযান নিয়মিত চলবে। কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না।