স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ পৌর এলাকার চরগাও গ্রামের নুরুজ্জামান হত্যাকাণ্ডে জড়িত এক আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। গ্রেপ্তারকৃত আসামীর নাম আরজ মিয়া (৩৪)। তিনি চরগাও গ্রামের মো: ছানু মিয়ার ছেলে। গতকাল রবিবার সকাল ৬টার দিকে চরগাও গ্রামে অভিযান চালিয়ে একদল ল্যাব সদস্য তাকে গ্রেপ্তার করে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম মোঃ নুরুজ্জামান (৩১) মাদক সেবনসহ জুয়ায় আসক্ত থাকায় তিনি মাদকসেবী, জুয়ারী ও দুস্কৃতিকারী লোকদের সাথে চলাফেরা করতেন। ঘটনার দিন গত ২৯ নভেম্বর রাতে ভিকটিম তার ফুফাতো ভাইয়ের সাথে মায়ের ঘরে গান বাজনা করে। পরবর্তীতে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গান বাজনা শেষ করে ভিকটিম তার মাকে বলে পাশের বাড়িতে ঘুমাতে চলে যায়। পরের দিন সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে চরগাঁও এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়িতে ভিকটিমের মৃত দেহ পড়ে আছে বলে ভিকটিমের মা জানতে পারেন। ভিকটিমের মায়ের ধারণা অজ্ঞাতনামা ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে ভিকটিমের মৃত দেহ পরিত্যক্ত বাগান বাড়িতে ফেলে চলে যায়। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে আরজ মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।