স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে আদালতের নির্দেশমতে ভূমিদস্যুদের কাছ থেকে জমি উচ্ছেদ করা হয়েছে। এরকম একটি উদ্যোগ নেয়ার জন্য আদালতকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। রবিবার দুপুরে জেলা জজ আদালতের নাজির ফাহিমা আক্তার খানমের নেতৃত্বে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়। এ সময় অবৈধ দখলকারীদের উচ্ছেদ করে প্রকৃত মালিকের কাছে দখল হস্তান্তর করা হয়। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সিভিল কমিশনার হায়দর আলী, জনপ্রতিনিধিসহ এলাকাবাসী। জানা যায়, আইনী প্রক্রিয়া শেষে আদালতের রায় বাস্তবায়িত হওয়ায় স্থানীয়ভাবে স্বস্থি নেমে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।