মাধবপুর প্রতিনিধি ॥ লাগাতার বৃষ্টিতে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের রাজনগর গ্রামে বীর মুক্তিযোদ্ধার পুত্রের বসতঘর ধ্বসে পড়েছে। এতে গৃহবধূ আহত হয়েছেন। এই ঘরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ভারী বর্ষণে মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের ছেলে মঈন উদ্দিন মনুর মাটির তৈরি ঘরের দেয়াল হঠাৎ ভেঙে পড়ে। এ সময় ঘরের ভেতরে তার স্ত্রী ও সন্তানরা অবস্থান করছিলেন। হঠাৎ শব্দ শুনে মনু সন্তানদের দ্রুত বাইরে বের করে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানি থেকে পরিবারটি রক্ষা পেলেও দেয়াল চাপায় তার স্ত্রী আহত হন।
মঈন উদ্দিন মনু বলেন, রাতের দিকে ভারী বৃষ্টিতে হঠাৎ দেয়াল ভেঙে পড়ে। আমি প্রাণপণ চেষ্টা করে সন্তানদের বাইরে বের করে দিই। এতে বড় বিপদ থেকে আল্লাহর রহমতে আমরা রক্ষা পেয়েছি। দুর্ঘটনার পর আহত গৃহবধূকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম বিপাকে রয়েছে। ঘরটি বসবাসের অযোগ্য হয়ে পড়ায় তারা খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন।
মঈন উদ্দিন মনু আরও জানান, ঘর ভেঙে পড়ায় এখন আমাদের মাথা গোঁজার ঠাঁই নেই। ঘরটি মেরামতের মতো সামর্থ্যও নেই। তাই প্রশাসন ও সমাজের সহৃদয় মানুষের সাহায্য কামনা করছি।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারটির খোঁজখবর নেন। তিনি বলেন, বৃষ্টিতে ঘরধসের খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। পরিবারটি যেন দ্রুত সহায়তা পায় সে উদ্যোগ নেওয়া হবে।