মাধবপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মাধবপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। উপজেলার একটি স্থানীয় হোটেলে আয়োজিত এ সভায় জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূইয়া এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম ও পৌর জামায়াতে ইসলামী সভাপতি আব্দুর রহমান সোহাগ। মাওলানা মুখলিছুর রহমান বলেন, “আমরা চাই বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণ যেন ভয়ভীতিমুক্তভাবে ভোট দিতে পারে এবং যার যেটুকু প্রাপ্য, সেটি সে পায় এই নিশ্চয়তা দিতে হবে। আমরা ‘পিআর’ (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির নির্বাচনের পক্ষে, যাতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠী জোরপূর্বক ক্ষমতায় আসতে না পারে।” তিনি আরও বলেন, “জামায়াতে ইসলামী সর্বদা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় অধিকার রক্ষায় বিশ্বাসী। ইসলাম শান্তির ধর্ম এটি অন্য ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধা, সহাবস্থান ও ন্যায় বিচারের শিক্ষা দেয়। আমরা চাই, সকল নাগরিক যেন সমান অধিকার ভোগ করতে পারে।” মাওলানা মুখলিছুর রহমান এ সময় উন্নয়ন, সুশাসন, শিক্ষার প্রসার ও নৈতিকতার পুনরুজ্জীবনকে তাঁর অগ্রাধিকারমূলক কর্মসূচি হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা এমন একটি সমাজ চাই যেখানে দুর্নীতি, মাদক ও অন্যায়ের স্থান থাকবে না; মানুষ শান্তিতে বসবাস করবে।”সভায় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি স্থানীয় উন্নয়ন পরিকল্পনা এবং দলের ভবিষ্যৎ কর্মকৌশল সম্পর্কে জানতে চান। প্রার্থী ধৈর্যসহকারে সেসব প্রশ্নের উত্তর দেন এবং সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন।