স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গনি মিয়ার পুত্র মইনুল হক গং-এর বিরুদ্ধে তারই আপন ভাতিজা ও ভাবির সাথে প্রতারণা করে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, রামপুর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী আলেয়া খাতুন ও তার পুত্র আবুল কাশেমের গিয়াসপুর, রানীগাঁও, সৈয়দপুর, মুল্লারাই ও বড়নাজির মৌজায় মোট সাড়ে ৪ কেয়ার জমি রয়েছে। ২০১৬ সালে আর্থিক সংকটে পড়ে তারা জমির ১ কেয়ার বিক্রির সিদ্ধান্ত নেন। সেই সুযোগে আবুল কাশেমের আপন চাচা মইনুল হক গং ক্রেতা হিসেবে এগিয়ে আসেন।
তবে অভিযোগ অনুযায়ী, আলেয়া খাতুন ও আবুল কাশেম লেখাপড়া না জানায় এই সুযোগে মইনুল হক গং প্রতারণার আশ্রয় নিয়ে তাদের পুরো সম্পত্তিই নিজের নামে রেজিস্ট্রি করে নেন। পরে লোকমুখে বিষয়টি জানতে পারেন আবুল কাশেম।
এ ঘটনায় মৃত আজিজুল হকের স্ত্রী আলেয়া খাতুন ও তার পুত্র আবুল কাশেম ২০২৪ সালে হবিগঞ্জ সহকারী জজ আদালত (নবীগঞ্জ কোর্ট) এ একটি স্বত্ব মামলা দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
প্রতারণার শিকার হয়ে এখন মা-ছেলে নিঃস্ব অবস্থায় ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
আবেগঘন কণ্ঠে আবুল কাশেম বলেন, “আমরা তো বিশ্বাস করেছিলাম আপন মানুষকে। চাচা বলেই জমি বিক্রি করতে রাজি হইছিলাম। এখন মা-ছেলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।”