ষ্টাফ রিপোর্টার ॥ সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় র্যাব-৯ এর বিশেষ নিরাপত্তা নেওয়া হয়েছে। দুর্গোৎসব এর পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা এবং আইনশৃংখলা স্বাভাবিক রাখার অংশ হিসেবে র্যাব-৯ এর আওতাধীন এলাকায় র্যাব-৯ এর পর্যাপ্ত টহল মোতায়ন রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকানা ধরনের অনাকাংখিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলাতে ধারাবাহিকভাব চেকপাস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শারদীয় দুর্গাপূজাক কেন্দ্র করে সামাজিক যোগাযাগ মাধ্যমে কেউ যেন কোন গুজব ছড়াতে না পারে এবং যেকান ধরনের সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য র্যাব-৯ এর সাইবার মনিটরিং সেল সার্বক্ষণিক তদারকি করছে। এছাড়াও বিভিন জঙ্গি সংগঠন, সন্ত্রাসীরা যেন কোন ধরণের নাশকতা ও অনাকাংখিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য সাদা পোষাকে র্যাব সদস্যরা বিভিন পূজামন্ডপ ও র্যাব-৯ এর আওতাধীন বিভিন্ন গুরুত্বপ্ণূ জায়গায় সতর্কতার সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিলেট এর অধিনায়ক উইং কমান্ডার মো: তাজমিনুর রহমান চৌধুরী, পিএসসি, জিডি(পি) গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সুনামগঞ্জ জেলার দূর্গাবাড়ি পূজামন্ডপ এবং স্পীড বোটে প্রত্যন্ত অঞ্চলের পূজামন্ডপ পরিদর্শন করেন এবং গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ সিলট জেলার রামকৃষ্ণ মিশন (নাইওরপুল পয়েন্ট) পূজা মন্ডপ পরিদর্শন করেন। ৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ ১১:১০ ঘটিকায় রামকৃষ্ণ মিশন (চৌধুরী বাজার) সহ হবিগঞ্জের অন্যান্য পূজামন্ডপ পরিদর্শন করেন। পরবর্তীতে ১২.৩০ ঘটিকায় শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম (রামকৃষ্ণ মিশন রোড) শ্রীমঙ্গল সহ অন্যান্য পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি উপস্থিত পূজামন্ডপ কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং সদস্যদের মাঝে মিষ্টি ও পানি বিতরণ করেন । এসময় তিনি জানান যে, র্যাব-৯ কর্তৃক টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সুষ্ঠুভাবে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথ সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৯ এর সার্বক্ষনিক নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি বাোম্ব ডিসপাজাল টিম সর্বদা প্রস্তুত রয়েছে।